Cyclone Asani: ফুঁসছে সমুদ্র, ধেয়ে আসছে অশনি! ঘূর্ণিঝড়ের আগে অন্ধ্রের আকাশ ঢাকল কালো মেঘে
Cyclonic Storm Asani: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তেলেঙ্গানায় আগামী দু’ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
কলকাতা: নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত থেকে শক্তি নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয়েছে অশনি (Cyclone Asani)। এখন বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপরে অবস্থান করছে। আজই আছড়ে পড়ার কথা। এই মুহূর্তে অন্ধ্র (Andhra Pradesh), ওড়িশা (Odisha) উপকূলে অশনির অভিমুখ। ইতিমধ্যে এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে (West Bengal) প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে সে রাজ্যে।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তেলেঙ্গানায় আগামী দু’ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। হায়দরাবাদের কয়েকটি জায়গায় আগামী ৪-৫ দিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টি। বইবে দমকা ঝোড়ো হাওয়া। জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে।
এদিকে মৌসম ভবন জানিয়েছে শক্তি সঞ্চয় করলেও অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা উপকূলের কোথাও ঘূর্ণিঝড় অশনির আছড়ে পড়ার সম্ভাবনা নেই।
The Severe CS ‘Asani’ over Westcentral and adjoining southwest BoB moved west-northwestwards and lay centered at 2330 hours IST of yesterday over westcentral and adjoining southwest BoB 330 km southeast of Kakinada (Andhra Pradesh), 350 km south-southeast of Visakhapatnam. pic.twitter.com/CSapgUpsVO
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022
এদিকে অশনি প্রভাব রয়েছে বাংলাতেও। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং বিশাখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে উত্তর-পশ্চিম অভিমুখে। আজই পৌঁছবে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে। সমুদ্রে বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে শক্তিক্ষয় করে দুর্বল হবে অশনি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা নেই।