Veer Savarkar Award: ‘বীর সাভারকর পুরস্কার’ প্রত্যাখ্যান করলেন শশী তারুর, আয়োজকদের বিঁধে লিখলেন…
Shashi Tharoor: তারুর জানিয়েছেন, এই পুরস্কারের ব্য়াপারে কিছুই জানতেন না তিনি।

নয়াদিল্লি: শাসক শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জোর চর্চা। কংগ্রেস ছেড়ে বিজেপি-র দিকে ঝুঁকছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। সেই আবহেই ‘বীর সাভারকর পুরস্কার’ প্রত্যাখ্যান করলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। যে সংস্থা ওই পুরস্কারের জন্য মনোনীত করে, তাদেরও বিঁধেছেন তিনি। (Shashi Tharoor)
তারুর জানিয়েছেন, এই পুরস্কারের ব্য়াপারে কিছুই জানতেন না তিনি। মঙ্গলবার কেরলে ছিলেন তিনি। সেখানেই বিষয়টি জানতে পারেন। তিনি ওই পুরস্কারে মনোনীত হওয়ার যেমন জানতেন না, তেমন ওই পুরস্কার গ্রহণও করেননি। বুধবার দিল্লিতে ওই পুরস্কার নিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। (Veer Savarkar Award)
সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরই বিষয়টি জানতে পারেন বলে দাবি তারুরের। তাঁকে না জানিয়ে, তাঁর মতামত না নিয়ে এই ঘোষণা হয় কী করে, প্রশ্ন তুলেছেন তিনি। আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও বেঁধেন। সোশ্যাল মডিয়ায় তারুর লেখেন, ‘তিরুঅনন্তপুরমে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলছি, আমি ওই পুরস্কারের ব্যাপারে কিছু জানতাম না, ওই পুরস্কার গ্রহণও করিনি। আমি যেখানে পুরস্কার নিতেই সম্মত হইনি, আমার নাম ঘোষণা করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন আয়োজকরা’।
I have come to know from media reports that I have been named a recipient of the "Veer Savarkar Award," which is to be presented today in Delhi.
— Shashi Tharoor (@ShashiTharoor) December 10, 2025
I only learned about this announcement yesterday in Kerala, where I had gone to vote in the local self-government elections.
There in…
বার বার একই প্রশ্ন করা হচ্ছে। তাই একবারেই সবকিছুর উত্তর দিলেন বলেও জানান তারুর। তাঁর বক্তব্য, ‘ওই পুরস্কার কী, কেন, ওই সংস্থা কাদের, কেন ওই পুরস্কার দেওয়া হচ্ছে, তা-ই জানি না। তাই ওই অনুষ্ঠানে যোগ দেওয়া, পুরস্কার নেওয়ার প্রশ্নই ওঠে না এক্ষেত্রে’।
এবছর তারুরকে ‘বীর সাভারকর ইন্টারন্য়াশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে High Range Rural Development নামের একটি সংস্থা। আজ দিল্লিতে NDMC কনভেনশন হলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ অনুষ্ঠানের সূচনা করবেন। কিন্তু নাম ঘোষণা করা হলেও, তাঁকে এব্যাপারে কিছু জানানো হয়নি, তাঁর সম্মতি নেওয়া হয়নি বলে দাবি তারুরের।
বেশ কিছু দিন ধরেই কংগ্রেসের অন্দরে তারুরকে নিয়ে অসন্তোষ বাড়ছে। প্রধানমন্ত্রীর প্রশংসা, তাঁর সঙ্গে একমঞ্চে থাকা নিয়ে যেমন চর্চা হচ্ছিল, তেমনই সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এলেও, সেখানে কংগ্রেস শিবির থেকে একমাত্র তারুরকেই দেখা যায়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং অন্য বিরোধীদের ব্রাত্য রেখে শুধুমাত্র তারুরকে কেন ডাকা হল, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে তারুরের দূরত্ব বাড়ার খবরও সামনে আসে। সেই আবহে তারুর ‘বীর সাভারকর পুরস্কার’ পাচ্ছেন জানা যেতেই শোরগোল পড়ে যায়। কিন্তু সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন তারুর।






















