এক্সপ্লোর
এবার কন্যাসন্তান, ফের মা হলেন শিল্পা শেট্টি
শিল্পা মেয়ের নাম রেখেছেন সামিশা। লিখেছেন, সংস্কৃতে সা মানে পাওয়া আর রুশ ভাষায় মিশা মানে ঈশ্বরের মত কেউ।

মুম্বই: মা হলেন শিল্পা শেট্টি। আজ শিবরাত্রির দিনে ইনস্টাগ্রামে মেয়ের জন্মের খবর দিয়েছেন তিনি। লিখেছেন, তাঁর ঘরে লক্ষ্মী এসেছেন, ঈশ্বরকে ধন্যবাদ। শিল্পা মেয়ের নাম রেখেছেন সামিশা। লিখেছেন, সংস্কৃতে সা মানে পাওয়া আর রুশ ভাষায় মিশা মানে ঈশ্বরের মত কেউ। দেবী লক্ষ্মী আমাদের সংসার পূর্ণ করলেন।
সামিশা জন্মেছে ১৫ তারিখ। তার ৯ বছরের বড় দাদা রয়েছে, শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার প্রথম সন্তান ভিয়ান। সারোগেসির মাধ্যমে দ্বিতীয়বার মা বাবা হলেন শিল্পা-রাজ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















