এক্সপ্লোর
কমল-রাজে ইতি, আস্থা ভোটে জিতে মধ্যপ্রদেশের মসনদে ফের শিবরাজ সিংহ চৌহান
আস্থা ভোট চলাকালীন কোনও কংগ্রেস বিধায়ক বিধানসভায় ছিলেন না। ভোটের পরেই বিধানসভা ২৭ তারিখ পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

Bhopal: BJP leader Shivraj Singh Chouhan takes oath as new Chief Minister of Madhya Pradesh in Bhopal, Monday, March 23, 2020.(PTI Photo) (PTI23-03-2020_000307B)
ভোপাল: মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় ফিরে এল বিজেপি। আজ বিধানসভায় আস্থা ভোট জিতেছে তারা। গতকালই শিবরাজ সিংহ চৌহান রাজ ভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।
আস্থা ভোট চলাকালীন কোনও কংগ্রেস বিধায়ক বিধানসভায় ছিলেন না। ভোটের পরেই বিধানসভা ২৭ তারিখ পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
নির্দল, সপা ও বসপা বিধায়করা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় শিবরাজ ধন্যবাদ জানিয়েছেন তাঁদের।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর অনুগামী বিধায়করা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ফলে সঙ্কটে পড়ে কমলনাথ সরকার। এরপর সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দিলে ২০ তারিখ পদত্যাগ করেন কমলনাথ। রাজ্যপাল লালজি ট্যান্ডনের নির্দেশে কাল রাতে স্পিকার পদ থেকে ইস্তফা দেন এন পি প্রজাপতি। এরপর আজ আস্থা ভোট পরিচালনা করেন বিজেপি বিধায়ক জগদীশ দেভদা।
এ নিয়ে রেকর্ড চতুর্থবার মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ, ২০০৫-২০১৮-র মধ্যে ৩ বার মুখ্যমন্ত্রী হন তিনি। আর কেউ কাল মন্ত্রীপদে শপথ নেননি, তিনিই একমাত্র মন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষমতায় আসার পর তাঁর প্রথম কাজ, রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধ করা। এর আগেও তাঁরা যে সব ভুল করেছেন, এবার সে সব সংশোধন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
