SIR News: 'পূরণ করতে হবে Format-B ডিক্লারেশন ফর্ম', SIR পর্বের শেষ ধাপে এসে 'Very Urgent' নির্দেশিকা পূর্ব রেলে
Election Commission: লক্ষ্য একটাই, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা। আর সেই লক্ষ্যেই একের পর এক নিত্যনতুন পদক্ষেপ নিয়ে চলেছে নির্বাচন কমিশন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : SIR পর্বের শেষ ধাপে এসে এবার কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল ইস্টার্ন রেলওয়ে। সমস্ত কর্মচারীকে এবার পূরণ করতে হবে Format-B ডিক্লারেশন ফর্ম। কোনও কর্মী বা তাঁর পরিবারের কারও একাধিক বিধানসভার ভোটার তালিকায় নাম থাকলে তা জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
লক্ষ্য একটাই, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা। আর সেই লক্ষ্যেই একের পর এক নিত্যনতুন পদক্ষেপ নিয়ে চলেছে নির্বাচন কমিশন। এবার, নির্বাচন কমিশনের হয়ে পূর্ব রেলের কর্মচারীদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা। ইস্টার্ন রেলওয়ের নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কর্মচারীকে পূরণ করতে হবে Format-B ফর্ম। তাতে ডিক্লারেশন দিতে হবে যে, কর্মী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নাম একাধিক বিধানসভায় নেই।
এরই সঙ্গে বিভাগীয় প্রধানদের জন্য রাখা হয়েছে Format-A ফর্ম। কর্মীদের কাছ থেকে Format-B ডিক্লারেশন পাওয়ার পর, Format-A ডিক্লারেশন জমা দেবেন বিভাগীয় প্রধানরা। ২৪ ডিসেম্বরের মধ্যে নোডাল অফিসারের কাছে জমা দিতে হবে Format-A ও Format-B ফর্ম। কিন্তু এই ফর্মকে এত গুরুত্ব সহকারে কেন দেখা হচ্ছে রেলের তরফে ? যে ফর্ম দেওয়া হয়েছে, তার ওপরে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে Very Urgent।
২০২৫-এর SIR -এ দেখা গেছে, প্রচুর ডবল এন্ট্রি রয়েছে। অর্থাৎ একই ব্যক্তির নাম ২ জায়গায় আছে। রেলের কর্মচারীদের একটা বড় অংশেরই চাকরি বদলির। সেক্ষেত্রে একাধিক রাজ্য বা একাধিক জেলায় ভোটার তালিকায় তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের নাম থাকার সম্ভাবনা থেকেই যায়। আর এই সম্ভাবনার জায়গা থেকেই এবার একধাপ এগিয়ে ভাবছে নির্বাচন কমিশন। তবে এই ডিক্লারেশন ফর্মে পরিষ্কার বলা হয়েছে যে, জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ এবং ১৮ নম্বর ধারা অনুযায়ী একের অধিক জায়গায় তালিকায় নাম থাকা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।
২০০২-এর তালিকায় যাদের নামে ভুল রয়েছে, মুচলেকা দিয়ে সেই ভুল শুধরে দিতে পারবেন BLO-রাই। শুনানি শুরুর আগে BLO অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাড়তি কাজ করবেন না, বলে নির্বাচনকে জানিয়ে দিয়েছেন, তৃণমূলপন্থী BLO-দের সংগঠন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য BLO- দের খাটতে হবে- সাফ কথা নির্বাচন কমিশনের। Election Commission on SIR






















