এক্সপ্লোর
Advertisement
সুশান্তের সহকর্মী, প্রাক্তন বান্ধবীদের হয়রান করা হচ্ছে কেন? টুইটারে তোপ সোনমের
বহু মানুষ প্রশ্ন করেন, অনিল কপূরের মেয়ে হওয়া ছাড়া সোনমের ছবি করার ঠিক কী যোগ্যতা রয়েছে, তাঁর অভিনয় দক্ষতা তো প্রশ্নাতীত নয়।
মুম্বই: সদ্যপ্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে তাঁর বান্ধবী, প্রাক্তন বান্ধবী ও সহকর্মীদের দোষ দেওয়া হচ্ছে কেন। প্রশ্ন করলেন সোনম কপূর।
রবিবার দুপুরে সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪। সোনমের অভিযোগ, সুশান্তের বন্ধুবান্ধব, পরিবারবর্গকে তাঁর মৃত্যুর ব্যাপারে তথ্য চেয়ে অতিষ্ঠ করে তোলা হচ্ছে। তাঁর কথায়, কারও মৃত্যুর জন্য বান্ধবী, প্রাক্তন বান্ধবী, পরিবারবর্গ ও সহকর্মীদের দোষ দেওয়া অশিক্ষা ও চূড়ান্ত নীচতার পরিচয়।
Blaming a girlfriend , ex girlfriend, family , colleagues for someone’s death is ignorant and fucking mean spirited.
— Sonam K Ahuja (@sonamakapoor) June 15, 2020
তাঁর টুইটে ৫০,০০০-এর কাছাকাছি লাইক পড়লেও সমালোচনাও হয় প্রচুর। বহু মানুষ প্রশ্ন করেন, অনিল কপূরের মেয়ে হওয়া ছাড়া সোনমের ছবি করার ঠিক কী যোগ্যতা রয়েছে, তাঁর অভিনয় দক্ষতা তো প্রশ্নাতীত নয়।
अगर अनिल कपूर की बेटी ना होती तो किसी घर पे झाडू पोछा लगा रही होती @sonamakapoor
— Akash GOYAL 100% FB (Stay Home???? Stay Safe????♂) (@Real__Akash) June 15, 2020
pic.twitter.com/DUgAlieHVX #bollywoodblockedsushant
— Akash GOYAL 100% FB (Stay Home???? Stay Safe????♂) (@Real__Akash) June 15, 2020
She is also a product of #Nepotism
बर्ना तुम्हे कोई पूछता तक नही
— कुंवर अजयप्रताप सिंह???????? (@iSengarAjayy) June 15, 2020
তবে সোনম একা নন, সুশান্তের প্রাক্তন ‘প্রেমিকা’ ও রাবতা ছবিতে সহ শিল্পী কৃতী শ্যাননের বোন নূপুরও সোশ্যাল মিডিয়ায়এ নিয়ে পোস্ট করেছেন। কৃতী সুশান্তের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য না করায় অনেকে তাঁকে হৃদয়হীন বলে অভিহিত করেছেন। ইনস্টাগ্রামে নূপুর লিখেছেন, সবাই হঠাৎ মানসিক স্বাস্থ্যনিয়ে আলোচনা করছে। অথচ বাস্তবে এমন মানুষকে নিগ্রহ করছে যাঁরা হতবাক, আহত, যন্ত্রণায় ভেঙে পড়েছেন। তাঁদের আপত্তিকর টুইট, মেসেজ পাঠানো হচ্ছে, কারণ ইনস্টাগ্রামে কোনও পোস্ট করেননি তাঁরা!
সোনাক্ষী সিংহও বলেছেন, আমাদের এক সহকর্মীর মৃত্যুর সুযোগে অনেকে পাবলিসিটি কামানোর চেষ্টা করছে। দয়া করে থামুন। আপনাদের নেগেটিভিটি, ঘৃণা ও বিদ্বেষ এই মুহূর্তে অপ্রয়োজনীয়। মৃতের প্রতি কিছুটা শ্রদ্ধা রাখুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement