কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় বারুইপুরে গৃহবধূকে 'কোপ' প্রতিবেশী যুবকের
দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলার ভাই....

দক্ষিণ ২৪ পরগনা: কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূকে কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তর পদ্মজলা এলাকার ঘটনা। গৃহবধূর পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক দীর্ঘদিন ধরেই উত্যক্ত করছিল। একাধিকবার কুপ্রস্তাব দেয়। কয়েকদিন ধরে কাছেই বাপের বাড়িতে রয়েছেন ওই গৃহবধূ। গতকাল রাতে ছেলেকে নিয়ে বাইরে বের হওয়ায়, ওই যুবক ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়ে তাঁকে কোপাতে শুরু করে। দিদিকে বাঁচাতে যাওয়ায় ভাইকেও কোপানো হয় বলে অভিযোগ। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক।






















