Board Exam Update : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি বিশেষজ্ঞ কমিটিতে কারা ?
কথামতো আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হয়নি। এবিষয়ে সিদ্ধান্তে নিতে আজ একটি বিশেষজ্ঞ কমিটির গঠন করা হয়। কারা রয়েছেন সেই কমিটিতে ?
![Board Exam Update : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি বিশেষজ্ঞ কমিটিতে কারা ? special committee created for decision making of class 10 and class 12 board exam Board Exam Update : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি বিশেষজ্ঞ কমিটিতে কারা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/20/92e20685a9315dae4d9b2265b534ac0d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : কথামতো আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হয়নি। এবিষয়ে সিদ্ধান্তে নিতে আজ একটি বিশেষজ্ঞ কমিটির গঠন করা হয়। শিক্ষা দফতর সূত্রে খবর, করোনা বিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া যাবে বা যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে তার মূল্যায়ন করা হবে, সেবিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে এই বিশেষজ্ঞ কমিটিকে।
কারা থাকছেন কমিটিতে ?
সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। যার আহ্বায়ক হলেন- মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এছাড়া রয়েছেন- নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশংকর সরকার, পশ্চিমবঙ্গে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। দুই চিকিৎসককে রাখা হয়েছে কমিটিতে। তাঁরা হলেন- এস এস কে এম হাসপাতালের জি কে ঢালি ও
ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রি, কলকাতার অধিকর্তা প্রদীপ সাহা।
রবিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে।
এরপরই, গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে। কিন্তু, এদিন সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে জানা যায়, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে। সূত্রের খবর, প্রয়োজনে আরও দু’একজনকে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের। রাজ্যে প্রায় ১২ লক্ষ মাধ্যমিক ও ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যত্ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে।
উল্লেখ্য, পড়ুয়াদের স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখে গতকালই বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)