Srilanka-India: বাংলাদেশের যখন 'ভারত-বিদ্বেষ', ভারতে এসে বড় আশ্বাস শ্রীলঙ্কার
বৈঠক শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে বলেন, 'দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়েছি।'
নয়া দিল্লি: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর উপর আক্রমণ নিয়ে উত্তাল দুই দেশ। রাজনৈতিক-কূটনৈতিক পর্যায়েও চলছে ঠান্ডা স্রোত। এর মধ্যে ভারতকে 'বন্ধুত্বপূর্ণ' আশ্বাস শ্রীলঙ্কার। নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিশানায়েকে। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।
বৈঠক শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে বলেন, 'দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে এই আশ্বাস দিয়েছি যে, আমরা আমাদের জমি থেকে ভারতের স্বার্থবিরোধী কোনও কাজ হতে দেব না। ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা আরও বাড়বে। আমি আবার আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা ভারতকে সমর্থন করে যাব।'
এক্স হ্যান্ডেলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী লিখেছেন, 'প্রেসিডেন্ট হিসাবে প্রথম বিদেশ সফরে আমি ভারতে এসেছি। শ্রীলঙ্কার আর্থিক সংকটে এবং ঋণের পুনর্গঠনে ভারত যেভাবে সাহায্য করেছে, তাতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমি বাণিজ্য, প্রতিরক্ষা, ব্রিকস, হাইড্রোগ্রাফিক গবেষণা বেআইনিভাবে মাছ ধরা বন্ধ করার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি।'
সম্প্রতি শ্রীলঙ্কার হামবানটোটা নৌবন্দরের দখল নিয়েছে বেজিং। যা নিয়ে অস্বস্তি বেড়েছিল ভারতের। ২০১৩ সালে উদ্বোধন হওয়া হামবানটোটা বিমানবন্দরের নির্মাণ খরচের সিংহভাগই দিয়েছে চিন। চড়া সুদে ওই অর্থের জোগান দিয়েছিল তারা। কিন্তু সেই ঋণ শোধ করতে গিয়ে চরম বেকায়দায় পড়ে ঋণে জর্জরিত ভারতের দক্ষিণের প্রতিবেশী দেশটি। সেই সুযোগ কাজে লাগায় বেজিং। ওই বন্দরের দখল নেয় তারা। গত দুই বছরে স্যাটেলাইট এবং ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকিং জাহাজ ইউয়ান ওয়াং ৫-কে হাম্বানটোটায় একাধিকবার দেখা গিয়েছে।
২০২২ সালে আগস্টে, নয়াদিল্লি কলম্বোর কাছে হামবানটোটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এরপরই শ্রীলঙ্কা বেজিংকে তার আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধের কথা জানায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে