12 Hour Bengal Strike LIVE Updates: এন্টালিতে মিছিল থেকে দোকান, গাড়ি ভাঙচুর ধর্মঘটীদের
Bengal Strike LIVE Updates: কোথাও রাস্তা আটকে বসল ক্যারমের আসর, তো কোথাও চলল ফুটবল
LIVE
Background
কলকাতা: বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ ১২ ঘণ্টার ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। ধর্মঘট ঠেকাতে তৎপর প্রশাসন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নজরদারি।
সবার জন্য শিক্ষা, নতুন শিল্প ও চাকরির দাবিতে ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই, লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় জল কামান, কাঁদানে গ্যাসের শেল। পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। এরপরই পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় বামেরা।
Bengal Strike LIVE: এন্টালিতে মিছিল থেকে দোকান, গাড়ি ভাঙচুর ধর্মঘটীদের
এন্টালি থেকে কলেজস্ট্রিট পর্যন্ত ধর্মঘটের সমর্থনে মিছিল বাম-কংগ্রেসের। মিছিল থেকে জোর করে দোকান বন্ধ, গাড়ি ভাঙচুর।
Bengal Strike LIVE: চাঁচলে স্কুল খুলতে বাধা, পড়ুয়াদের সঙ্গে বচসা ধর্মঘটীদের
মালদার চাঁচলে স্কুল খুলতে বাধা ধর্মঘটীদের। তাঁদের সঙ্গে বচসা বাধে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটের পড়ুয়াদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
Bengal Strike LIVE: ধর্মঘটের বিরোধিতায় আসানসোলের পথে তৃণমূল শ্রমিক সংগঠন
বামেদের ডাকা ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃণমূল। আসানসোলে প্রতিবাদ মিছিল করে তৃণমূল শ্রমিক সংগঠন।
Bengal Strike LIVE: বেথুয়াডহরিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা। এর ফলে তীব্র যানজট তৈরি হয়।
Bengal Strike LIVE: এগরা শহরে বামেদের মিছিল
এগরা শহরে বামেদের মিছিল। এরপর বাম কর্মী, সমর্থকরা এগরার কাছে কাঁথি-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।