এক্সপ্লোর
শিবপুর থানায় বিস্ফোরণ, জখম ৪ সিভিক ভলান্টিয়ার, উদ্ধার ৫০-এর বেশি বোমা

হাওড়া: শিবপুর থানা চত্বরে বোমা বিস্ফোরণ। বোমার ঘায়ে রক্তাক্ত হয়ে মাসুল গুণতে হল চার সিভিক ভলান্টিয়ারকে! সিআইডি ও পুলিশের তল্লাশিতে থানা চত্বর থেকে উদ্ধার পঞ্চাশটিরও বেশি বোমা। রবিবার সকালে, শিবপুর থানা চত্বরের বাগান পরিষ্কারের কাজ চলছিল। সেই সময়ই সেখানে বোমা বিস্ফোরণ হয়! লুটিয়ে পড়েন জখম ৪ সিভিক ভলান্টিয়ার। আহত চার সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই থানা চত্বরের বাগানটিকে ঘিরে ফেলে পুলিশ। পৌঁছয় সিআইডি-র বম্ব ডিজপোজাল স্কোয়াড। তল্লাশিতে উদ্ধার হয় পঞ্চাশটিরও বেশি বোমা! হাওড়ার সিটি পুলিশ কমিশনারের দাবি, বাজেয়াপ্ত পুরনো কিছু বোমা শিবপুর থানার বাগানে রাখা ছিল। আগাছা সাফাইয়ের সময় সেই বোমা ফেটেই বিপত্তি। পুলিশের এই দাবির পর অনেকেই বলছেন, তাহলে তো এতদিন শিবপুর থানা কার্যত বোমার পাহাড়ের ওপরে বসেছিল! প্রশ্ন উঠছে, বাজেয়াপ্ত হওয়ার পর, নিষ্ক্রিয় না করে কেন এভাবে বোমাগুলি থানার মধ্যে ফেলে রাখা হয়েছিল? ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। উদ্ধার হওয়া বোমাগুলি গঙ্গার ধারে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে, বিস্ফোরণ ঘটিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















