এক্সপ্লোর
গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

জলপাইগুড়ি: গরু পাচারকারী সন্দেহে দুজনকে পিটিয়ে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, গতকাল যেখানে পিটিয়ে মারার ঘটনা ঘটে সেই বারোহালিয়া গ্রাম থেকে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। পিটিয়ে খুনের সঙ্গে আরও যারা জড়িত ছিল তাদের খোঁজ করছে পুলিশ। এদিকে, ধৃতদের মুক্তির দাবিতে বারোহালিয়া গ্রামের বাসিন্দাদের একাংশ ধূপগুড়ি থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, মৃতরা গরু চোর। ঘটনার সময় মোতায়েন ছিল রাপিড অ্যাকশন ফোর্স। এক গ্রামবাসীর দাবি, কিছুদিন থেকে গ্রামে নিয়মিতই গরু চুরির ঘটনা ঘটছে। কিন্তু এ ব্যাপারে পুলিশ কিছুই করছে না। কিন্তু দুই জনের মৃত্যুর ঘটনায় পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। গ্রামবাসীদের দাবি, গতকাল ভোরে গাড়ির শব্দ শুনে ঘুম ভেঙে যায়। তাঁরা একটা গরু বোঝাই ভ্যান দেখতে পেয়ে ধরে ফেলেন। ওই গাড়িতে যারা ছিল তারা গ্রামবাসীদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি বলে গ্রামবাসীদের দাবি। এত ভোরে গরু বোঝাই ভ্যান নিয়ে তারা কেন গ্রামে এসেছে, তার জবাব তাদের কাছ থেকে পাওয়া যায়নি বলে দাবি গ্রামবাসীদের। তাদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বেঁধে যায়। ভ্যানে থাকা দুইজনকে মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, আনওয়ার হুসেন (১৯) এবং হাফিজুল শেখ (১৯) গণপ্রহারে মারা যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের






















