বকখালির সমুদ্রে ডুবে মৃত্যু কলকাতার ৩ পর্যটকের, উদ্ধার দেহ
ফ্রেজারগঞ্জ: হেনরি আইল্যান্ডে সমুদ্র-স্নান করতে নেমে তলিয়ে যাওয়া কলকাতার পর্যটক ও তাঁর সাত বছরের মেয়ের দেহ উদ্ধার। মৃতদের নাম সোমরাজ গুপ্ত ও সোমরিনা গুপ্ত। গতকালই উদ্ধার হয়েছিল তাঁদের পারিবারিক বন্ধু ঋষিতা প্রামাণিকের দেহ। শনিবার সন্ধেতেই এসেছিল দুঃসংবাদ! বাড়িতে ভিড় করতে শুরু করেছিলেন প্রতিবেশীরা। ততক্ষণে সবাই জেনে গেছেন আর বাড়ি ফিরবে না গুপ্ত বাড়ির ছোট ছেলে!!আর শোনা যাবে না ছোট্ট সোমরিনার নূপুরের আওয়াজ! গোটা রাজ্য যখন উৎসবের আনন্দে মাতোয়ারা, তখন স্বজন হারানোর বিষাদে আচ্ছন্ন কসবার কায়স্থপাড়া! সপ্তাহান্তে হেনরি আইল্যান্ডে ঘুরতে গিয়ে চিকিৎসক বাবা ও তাঁর ৭ বছরের মেয়ের মর্মান্তিক মৃত্যু!শনিবার সকালে স্ত্রী-মেয়ে ও পারিবারিক বন্ধু ঋষিতা প্রামাণিকের পরিবারের সদস্যদের নিয়ে বকখালি পৌঁছন সোমরাজ। চেয়েছিলেন একটু নিরিবিলিতে সময় কাটাতে। দুপুরে সবাই মিলে চলে যান হেনরি আইল্যান্ডে।
পুলিশ সূত্রে দাবি, মেয়ে সোমরিনাকে নিয়ে সমুদ্র স্নানে নামেন নৌসেনার প্রাক্তন চিকিৎসক সোমরাজ। সঙ্গে ছিলেন ঋষিতাও। আচমকাই ভাটার টানে তলিয়ে যান ৩ জন। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। খবর পেয়ে একযোগে উদ্ধারে নামে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও উপকূলরক্ষী বাহিনী। ঘণ্টাখানেকের তল্লাশির পর রাতে, হেনরি আইল্যান্ড থেকে ২৫ কিলোমিটার দূরে নামখানা থেকে উদ্ধার হয় ঋষিতা প্রামাণিকের দেহ। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও সোমরাজ ও তাঁর ছোট্ট মেয়ের খোঁজ মেলেনি। রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানার হরিপুরের কাছে উদ্ধার হয় সোমরাজের দেহ। ঘণ্টাখানেকের মধ্যেই কয়েক কিলোমিটার দূরে সোমরিনার দেহ উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানায় রাখা হয় নিহতদের দেহ। সেখান থেকে ৩ জনের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।