Mamata Banerjee Cabinet আজ রাজভবনে সকাল ১১টায় মমতা মন্ত্রিসভার ৪৩ সদস্যের শপথগ্রহণ
শপথ নেবেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী
![Mamata Banerjee Cabinet আজ রাজভবনে সকাল ১১টায় মমতা মন্ত্রিসভার ৪৩ সদস্যের শপথগ্রহণ 43 TMC MLA to take oath as ministers in Mamata Banerjee cabinet today at Raj Bhawan 11 AM Mamata Banerjee Cabinet আজ রাজভবনে সকাল ১১টায় মমতা মন্ত্রিসভার ৪৩ সদস্যের শপথগ্রহণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/06/01b0d78ad6718328a53f404ffb3d8b25_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর, ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, সোমবার ১০ মে, শপথ নেবে তাঁর মন্ত্রিসভা।
তৃণমূল সূত্রে খবর, সোমবার মন্ত্রীপদে শপথ নেবেন ৪৩ জন। তাঁর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হচ্ছেন। ৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হচ্ছেন।
সোমবার রাজভবনে সকাল পৌনে ১১টায় নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। হেভিওয়েট পুরনো মন্ত্রীদের প্রায় প্রত্যেকেই মন্ত্রিসভায় ঠাঁই পেলেও, থাকছে কিছু নতুন মুখও।
তৃণমূল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সাধন পাণ্ডে, মানস ভুঁইয়া, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, জাভেদ খানের মতো হেভিওয়েট বিধায়করা পূর্ণ মন্ত্রী হচ্ছেন এবারও।
এছাড়াও নতুন মুখ হিসেবে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্রদের। অসুস্থ থাকায় অমিত মিত্র এবং করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু ভার্চুয়াল শপথ নেবেন।
তৃণমূল সূত্রে খবর, ফের অর্থমন্ত্রীই করা হচ্ছে অমিত মিত্রকে। এবার অসুস্থতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। খড়দা কেন্দ্রে অমিত মিত্রর বদলে কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল। খড়দায় তৃণমূল জয়ী হলেও, ভোটের ফল বেরনোর আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হবে।
তৃণমূলের অন্দরের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে খড়দা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াতে পারেন অমিত মিত্র। তৃণমূল সূত্রে খবর, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে তালিকায় নাম রয়েছে, সুজিত বসু এবং ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, সুব্রত সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যের। এছাড়াও নতুন মুখ হিসেবে শপথ নেবেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলুচিক বরাইক।
পাশাপাশি, প্রতিমন্ত্রীদের তালিকায় নাম রয়েছে, দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোত্স্না মাণ্ডি, পরেশচন্দ্র অধিকারী, ও মনোজ তিওয়ারির।
রাজ্যের বিধানসভা আসনের নিরিখে সর্বোচ্চ মন্ত্রী হতে পারেন ৪৪ জন। মুখ্যমন্ত্রীকে নিয়ে এবার মন্ত্রীর সংখ্যা ৪৪-ই হচ্ছে।গতবারের মন্ত্রিসভায় ৪১ জন মন্ত্রী ছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)