করোনায় মৃতের শেষকৃত্যে থাকতে পারবেন পরিবারের ৬ জন, নতুন নিয়ম কার্যকর গোটা রাজ্যে
কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, করোনায় মৃত ব্যক্তির শেষকৃত্যে থাকতে পারবেন পরিবারের ৬ জন
![করোনায় মৃতের শেষকৃত্যে থাকতে পারবেন পরিবারের ৬ জন, নতুন নিয়ম কার্যকর গোটা রাজ্যে 6 family members may be present COVID-19 deceased cremation, new rule Bengal করোনায় মৃতের শেষকৃত্যে থাকতে পারবেন পরিবারের ৬ জন, নতুন নিয়ম কার্যকর গোটা রাজ্যে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/17162035/nabanna.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনায় মৃতের শেষকৃত্যে থাকতে পারবেন পরিবারের ৬জন। মানতে হবে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে নতুন নিয়ম কার্যকর রাজ্যে।
কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, করোনায় মৃত ব্যক্তির শেষকৃত্যে থাকতে পারবেন পরিবারের ৬ জন। সেই মতো নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতরও। তা মেনেই এবার কলকাতা-সহ রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, স্বাস্থ্য দফতর নতুন যে নির্দেশিকা দিয়েছে, সেই অনুযায়ী কোভিডে কারও মৃত্যু হলে শেষকৃত্যে ৬ জন উপস্থিত থাকতে পারবেন। বেসরকারি সংস্থা দেহ নিয়ে গেলেও নিয়ম মানতে হবে, পুরসভা নিয়ে গেলে সেই অনুযায়ী ব্যবস্থা।
সরকারি নিয়ম অনুযায়ী, এতদিন করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দিত না হাসপাতাল কর্তৃপক্ষ। পুরসভাই শেষকৃত্যের বন্দোবস্ত করত।
ফলে পরিজনের শেষকৃত্যের অধিকার থেকে বঞ্চিত হতেন বাড়ির লোকজন। এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। যার প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি নির্দেশ দেয়, করোনায় মৃতের ময়নাতদন্তের প্রয়োজন না হলে, মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে হবে।
কিন্তু শেষকৃত্যে মৃতের পরিবারের কতজন থাকতে পারবেন, তা নিয়ে ধন্দ ছিল। তাই দিন কয়েকদিনের মধ্যেই হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয়, করোনায় মৃতের শেষকৃত্যে সর্বাধিক ৬ জন আত্মীয়-পরিজন থাকতে পারবেন।
তবে প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া জায়গাতেই শেষকৃত্য সম্পন্ন করতে হবে। এবার সেই নিয়ম কার্যকর হল রাজ্যজুড়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)