এক্সপ্লোর
Advertisement
এবিপি আনন্দ-সি ভোটার চূড়ান্ত জনমত সমীক্ষা: জেলা পরিষদে সব আসনে ভোট হলে তৃণমূল পেতে পারত ৩৪ শতাংশ ভোট, ২৮ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপি
কলকাতা: সোমবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের রায়ে হচ্ছে ভোটগ্রহণ। তার আগে এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষার চূড়ান্ত পর্যায়ে জেলা পরিষদের সম্ভাব্য ফল প্রকাশ করা হল। দেখে নেওয়া যাক, সব আসনে লড়াই হলে কোন দল কোন জেলায় কত আসন এবং মোট কত শতাংশ ভোট পেতে পারত।
আলিপুরদুয়ারে মোট ১৮টি আসনে ভোট হচ্ছে। তৃণমূল ও বিজেপি ৯টি করে আসন পেতে পারে। বাম ও কংগ্রেসের কোনও আসন পাওয়ার সম্ভাবনা নেই।
বাঁকুড়ায় ভোট হচ্ছে ১৫টি আসনে। তৃণমূল ৭, বিজেপি ৬ ও বামেরা দু’টি আসন পেতে পারে।
পূর্ব বর্ধমানে ৪১টি আসনে ভোট হচ্ছে। তৃণমূল ২১টি, বিজেপি ১১টি এবং বামেরা ৯টি আসন পেতে পারে।
কোচবিহারে ভোট হচ্ছে ৩২টি আসনে। তৃণমূল ২০টি এবং বিজেপি ১২টি আসন জিততে পারে। বাম ও কংগ্রেসের ঝুলিতে কোনও আসন যাচ্ছে না।
দক্ষিণ দিনাজপুরে ১৮টি আসনে ভোট হচ্ছে। তৃণমূল ১০, বিজেপি ৬ ও বামেরা দু’টি আসন পেতে পারে।
ঝাড়গ্রামে ভোট হচ্ছে ১৬টি আসনে। তার মধ্যে ১০টি আসনই পেতে পারে তৃণমূল। বিজেপি ৫ ও বামেরা একটি আসন পেতে পারে।
হুগলিতে ৩৭টি আসনে ভোট হচ্ছে। তৃণমূল ২৪, বিজেপি ৭ ও বামেরা ৬টি আসন পেতে পারে।
হাওড়ায় ভোট হচ্ছে ৪০টি আসনে। তৃণমূল ৩০টি, বিজেপি ৭টি, বামেরা দু’টি এবং কংগ্রেস একটি আসন পেতে পারে।
জলপাইগুড়িতে ১৯টি আসনে ভোট হচ্ছে। তৃণমূল ১৪ ও বিজেপি ৫টি আসন পেতে পারে।
পশ্চিম বর্ধমানে ভোট হচ্ছে ১৬ আসনে। তৃণমূল ৯, বিজেপি ৫ এবং বামেরা ও অন্যান্যরা একটি করে আসন পেতে পারে।
মালদায় ভোট হচ্ছে ৩৭টি আসনে। তৃণমূল ২৯, বিজেপি ৭ ও কংগ্রেস একটি আসন পেতে পারে।
মুর্শিদাবাদে ভোট হচ্ছে ২২টি আসনে। তৃণমূল ১৪, বিজেপি একটি, বামেরা দু’টি এবং কংগ্রেস ৫টি আসন পেতে পারে।
নদিয়ায় ভোট হচ্ছে ৪৪টি আসনে। তৃণমূল ২১, বিজেপি ২০ ও বামেরা ৩টি আসন পেতে পারে।
উত্তর ২৪ পরগনায় ভোট হচ্ছে ৪৮টি আসনে। তৃণমূল ২৬, বিজেপি ১৫ এবং বামেরা ৭টি আসন পেতে পারে।
পশ্চিম মেদিনীপুরে ভোট হচ্ছে ৫১টি আসনে। তৃণমূল ৩০, বিজেপি ১৬ এবং বামেরা ৫টি আসনে জিততে পারে।
পূর্ব মেদিনীপুরে ভোট হচ্ছে ৫৩টি আসনে। তৃণমূল ৩১, বিজেপি ১৫ এবং বামেরা ৭টি আসন পেতে পারে।
পুরুলিয়ায় ভোট হচ্ছে ৩৮টি আসনে। তৃণমূল ২৩, বিজেপি ১২, বামেরা দু’টি এবং কংগ্রেস একটি আসন পেতে পারে।
দক্ষিণ ২৪ পরগনায় ভোট হচ্ছে ৫৩টি আসনে। তৃণমূল ৩৬, বিজেপি ৯ এবং বামেরা ৮টি আসন পেতে পারে।
উত্তর দিনাজপুরে ভোট হচ্ছে ২৩টি আসনে। তৃণমূল ১১, বিজেপি ৮ এবং বামেরা ও কংগ্রেস দু’টি করে আসন পেতে পারে।
বীরভূমে জেলা পরিষদের ৪২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না।
জেলা পরিষদের সম্ভাব্য ফল-
সোমবার ভোট হচ্ছে ৬২১টি আসনে। এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, ৩৭৫টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপি ১৭৬, বামেরা ৫৯, কংগ্রেস ৯টি এবং অন্যান্যরা দু’টি আসন পেতে পারে।
এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, সব আসনে ভোট হলে ৮২৫টি মধ্যে ৫২০টি আসন পেতে পারত তৃণমূল। বিজেপি ১৮৭, বামেরা ৮৪, কংগ্রেস ৩৩ এবং অন্যান্যরা একটি আসন পেতে পারত।
সব আসনে লড়াই হলে জেলা পরিষদে তৃণমূল ৩৪ শতাংশ, বিজেপি ২৮ শতাংশ, বামেরা ১৪ শতাংশ, কংগ্রেস ৭ শতাংশ এবং অন্যান্যরা ১৭ শতাংশ ভোট পেতে পারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement