এক্সপ্লোর
Advertisement
নবান্নে পাহাড় নিয়ে প্রথম পর্বের বৈঠক শেষ, ইতিবাচক আলোচনা, বললেন মুখ্যমন্ত্রী
হাওড়া: পাহাড় নিয়ে নবান্নে বৈঠক।বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুরু হয় পাহাড়ের প্রধান রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা , গোর্খা জনমু্ক্তি মোর্চা, জ্যাপের।নবান্নে হাজির বিনয় তামাঙ্গ সহ মোর্চার ৫ কেন্দ্রীয় নেতা।রয়েছেন জিএনএলএফ নেতারাও। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলোচনা ইতিবাচক হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, পাহাড়ের দলগুলি গোর্খাল্যান্ড ইস্যু তোলে বৈঠকে। দলগুলির প্রতিনিধিরা প্রথমেই এই ইস্যুটি নিয়ে আলোচনা করতে চান।পাহাড়ে শান্তি ফেরাতে সবদলই সহমত হয়েছে। পাহাড়ে বনধ তোলার অনুরোধ জানিয়েছি।
মুখ্যমন্ত্রী বললেন, এতদিন পরে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।পরের বৈঠক ১২ সেপ্টেম্বর উত্তরকন্যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে পাহাড় নিয়ে আলোচনা শুরু হয়েছে, ওরাও সময় নিক। বৈঠকে যোগ দেওয়ার জন্য মোর্চা, জিএনএলএফ প্রধানদের ধন্যবাদ জানাচ্ছি।
বৈঠকের পর বিনয় তামাঙ বলেছেন, পাহাড়ে বিস্ফোরণের নিন্দা করছি।
এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।মোর্চা সমর্থকদের মৃত্যুতে সিবিআই তদন্ত হোক।সিবিআই তদন্তর পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তও হোক।
বিনয় আরও বলেছেন, পাহাড়ে শান্তি ফেরা জরুরি।
জিএনএলএফের প্রতিনিধি বলেছেন, আলোচনার রাস্তা তৈরি হয়েছে।
নবান্নে বৈঠকের আগে মোর্চার প্রধান বিমল গুরুঙ্গের সঙ্গে বিনয়ের সম্পর্কের ফাটল আরও স্পষ্ট। গুরুঙ্গ শিবিরের হুঁশিয়ারি, গোর্খাল্যান্ড ছাড়া অন্য বিষয়ে কথা হলে ‘ওয়াক আউট’ করতে হবে। না হলে পরিণাম ভাল হবে না।
বিনয় তামাঙ্গ বলেছেন, গুরুঙ্গের মন্তব্য অপমানজনক, তবে দলে বিভাজন নেই।
পাহাড়ে শান্তি ফেরানোর বিষয়ে আশাবাদী হলেও, গোর্খাল্যান্ডই যে প্রধান ইস্যু, তা বৈঠকের আগে একবার ফের জানিয়ে দিয়েছেন মোর্চা নেতা বিনয় তামাঙ্গ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement