![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে ফের অসন্তোষ, বিক্ষোভ চাকরি প্রার্থীদের
নথি আপলোড করা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে তা দেখানো হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
![উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে ফের অসন্তোষ, বিক্ষোভ চাকরি প্রার্থীদের Allegations of opacity in recruitment list, protests in front SSC office of upper primary job seekers উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে ফের অসন্তোষ, বিক্ষোভ চাকরি প্রার্থীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/6ec38a7e0191b1c180722782113d77d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঋত্বিক মণ্ডল, কলকাতা: উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে ফের চাকরি প্রার্থীদের অসন্তোষ। সল্টলেকে এসএসসি ভবনের সামনে উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, প্রকাশিত তালিকায় অস্বচ্ছতা ও অসঙ্গতি রয়েছে। নথি আপলোড করা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে তা দেখানো হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তাঁদের দাবি একটা অফলাইনে ফের ভেরিফিকেশন করা হোক। এদিকে এসএসসি-র তরফে জানানো হয়েছে, বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এ সম্পর্কে আদালতেই আলোচনা হবে।
বিক্ষোভকারীদের দাবি, চলতি বছর জানুয়ারি মাসে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ যাবতীয় নথি আপলোড করতে বলা হয়। সেই অনুযায়ী নথি আপলোড করেন তাঁরা। নথি আপলোড করার পর সব আপলোড হয়েছে বলেও বার্তা পাঠায় কমিশন। এমনটাই দাবি বিক্ষোভকারীদের। আন্দোলনকারীরা বলেন, নথিতে কোনও অসঙ্গতি থাকলে কমিশনের তরফে মেল মারফত যোগাযোগ করা হবে বলেও জানানো হয়। কিন্তু এই সংক্রান্ত মেল না এলেও চাকরি প্রার্থীদের দাবি, গতকাল তালিকা প্রকাশের পর দেখা যায় কারোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারোর স্নাতক স্তরের নথি আপলোড হয়নি বলে উল্লেখ করা হয়েছে। আর তাই অফলাইন ভেরিফেকশেনের দাবি তুলে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বিক্ষোভকারীদের মধ্যে ৪ জন। এসএসসি-র চেয়ারম্যান জানিয়ে দেন, এই বিষয়টি আদালতের বিচারাধীন। তাই সেখানেই আলোচনা হবে।
গত জুনে উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয়, প্রকাশ করতে হবে নম্বর সহ সম্পূর্ণ তালিকা। ইন্টারভিউ তালিকা থেকে যাঁদের নাম বাদ গেল, তাঁদেরও নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে।নম্বর সহ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও অসন্তোষ থামছে না। গতকাল তালিকা প্রকাশের পরই চাকরিপ্রার্থীদের একাংশ স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযোগ জমা দিতে যান। তাঁদের অভিযোগ, তালিকাভুক্তর থেকে বেশি নম্বর পেয়েও তাঁরা বাতিলের তালিকায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)