মুর্শিদাবাদে ধৃত জেএমবি জঙ্গি, উদ্ধার আইইডি তৈরির প্রচুর সরঞ্জাম
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে উদ্ধার আইইডি তৈরির সরঞ্জাম। গ্রেফতার জামাত উল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি। সোমবার রাতে তাঁরা মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পাউলি গ্রামে তল্লাশি চালান। একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৫০টি ডিটোনটর, তার সহ আইইডি তৈরির সরঞ্জাম। গ্রেফতার করা হয় আহমেদ আলি নামে এক জামাত উল মুজাহিদিনের জঙ্গিকে। এনআইএ এবং কলকাতা পুলিশের এসটিএফ-এর অফিসারদের অনুমান, মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়িতে আইইডি তৈরি করা হচ্ছিল। কী উদ্দেশ্যে? কোথাও পাঠানোর জন্য? তাই এখন জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃত আহমেদ আলিকে জেরা করা হচ্ছে। ১৯ জানুয়ারি বুদ্ধগয়ায় একটি বিস্ফোরণের ঘটনায় মুর্শিদাবাদ ও দার্জিলিং থেকে জাহিরুল শেখ ও পয়গম্বর শেখ দু’জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। জাহিরুলের স্ত্রী অবশ্য জঙ্গিযোগের অভিযোগ অস্বীকার করেছে। যদিও, তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে শিস মহম্মদ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয় আইইডি তৈরির সরঞ্জাম। তাহলে কি রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবি-র মডিউল? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে এনআইএ এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের।