এক্সপ্লোর
হাসপাতাল থেকে ছাড়া পেলেন আনন্দপুরকাণ্ডে প্রতিবাদী নীলাঞ্জনা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা মিলে গাইলেন, ‘হও উন্নত শির, নাহি ভয়’
হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনমাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আনন্দপুরকাণ্ডের প্রতিবাদীকে।

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আনন্দপুরকাণ্ডের প্রতিবাদী নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। সকাল ১১টা ২৫ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। হাততালি দিয়ে, গান গেয়ে তাঁকে অভিনন্দন জানান হাসপাতাল কর্মীরা। সকলে মিলে গাইলেন, ‘হও ধরমেতে ধীর হও করমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয়’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চিকিত্সক-নার্স-স্বাস্থ্যকর্মীদের পাল্টা ধন্যবাদ জানান নীলাঞ্জনা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনমাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আনন্দপুরকাণ্ডের প্রতিবাদীকে। হাসপাতাল থেকে প্রশিক্ষিত কর্মীরা বাড়িতে গিয়ে ব্যায়াম করাবেন। আনন্দপুরে তরুণীর শ্লীলতাহানি রুখতে গিয়েছিলেন নীলাঞ্জনা। অভিযুক্ত যুবক তাঁর পায়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছিলেন বলে জানা যায়। পায়ের সিন বোন ভেঙে যায় নীলাঞ্জনার। হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোপচার করতে হয়। তাঁর সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















