এক্সপ্লোর
অভিনয়ের টানে ভারতে ? গেদে স্টেশনে ধৃত বাংলাদেশি তরুণ

নদিয়া: নদিয়ার গেদে স্টেশনে ধৃত বাংলাদেশি নাগরিক। মহম্মদ বাদল ইসলাম নামে বছর ১৯-র ওই তরুণের বাড়ি বাংলাদেশের গাজিপুরের বাওড়া গ্রামে। গতকাল মৈত্রী এক্সপ্রেসে চড়ে গেদে স্টেশনে নামে মহম্মদ বাদল। বৈধ পরিচয়পত্র না থাকায় তাকে আটক করে রানাঘাট জিআরপি। পরে পুলিশ ওই বাংলাদেশি তরুণকে গ্রেফতার করে। ধৃতের দাবি, বাংলাদেশের এক অভিনেতা তাঁকে ভারতে অভিনয়ের সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। সেকারণেই তার ভারতে আসা। এই দাবি খতিয়ে দেখছে পুলিশ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















