এক্সপ্লোর
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ, বিতর্কে বিজেপি নেত্রী রাজকুমারী কেশরী
পূর্ব বর্ধমান: ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ। এবার বিতর্কে রাজ্য বিজেপির সহ-সভানেত্রী রাজকুমারী কেশরী।
রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে কুকথা যে কোনও পর্যায়ে পৌঁছতে পারে, শনিবার বর্ধমান শহরের বড়নীলপুরের সভায় দাঁড়িয়ে তার প্রমাণ দিলেন রাজকুমারী কেশরী। বৃহস্পতিবার দিল্লিতে নরেন্দ্র মোদী-মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রসঙ্গ টেনেও কুরুচিকর ভাষায় আক্রমণ শানান তিনি।
রাজ্য বিজেপির সহ-সভানেত্রী বলেন, দিদি মোদীজির সঙ্গে কাছে গিয়েছিলেন, আল্লা কে নাম পে দেদে বাবা, ভগবান কে নাম পে দেদে বাবা, মোদী কে নাম পে দেদে বাবা। টাকা চাই? এখানে বিজেপির লোকদের মারবে, আর ভিক্ষা চাইতে দিল্লি যাবে, এটা হতে পারে না। এখানেই থামেননি বিজেপি নেত্রী রাজকুমারী কেশরী। বলেন, মমতা বিজেপিকে মারতে বলছেন, আমার টিএমসি ভাইরা সব হিজরে।
পঞ্চায়েত ভোটের আগে যত দিন যাচ্ছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। সম্প্রতি বিজেপির লালবাজার অভিযান নিয়েও চরমে ওঠে দু’পক্ষের সংঘাত। এই উত্তপ্ত আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেত্রীর কুরুচিকর ভাষায় আক্রমণ! যার জেরে মধ্য জ্যৈষ্ঠ আরও চড়ল রাজনৈতিক পারদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
খবর
Advertisement