Cancer Vaccine: মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রাশিয়া?
ABP Ananda Live: মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রাশিয়া? ভ্যাকসিন তৈরির দাবি রুশ সংবাদসংস্থার। পঁচিশেই আসতে পারে বাজারে।
আরও খবর, বাংলাদেশে অশান্তির মধ্যেই এবার বাংলার সীমান্তে উদ্ধার হল পাকিস্তানি মর্টার শেল। কোচবিহারের দিনহাটায় BSF ক্যাম্পের একেবারে মাটির নীচে পোঁতা ছিল। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড মর্টার নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। BSF-এর নজরদারি এড়িয়ে কীভাবে মর্টার পোঁতা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আমডাঙা থানার IC রাজকুমার সরকারের বিরুদ্ধে থানায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিলেন অভিযোগকারিণী। কোনও প্রভাবশালী ব্যক্তির কথায় ভুল অভিযোগ করেছিলেন বলে দাবি তাঁর।
ছাগল রাখার আড়ালে বাঙ্কারে টাকার পাহাড়। মেমারিতে গাঁজা কারবারির বাড়িতে বাঙ্কার, প্রায় ৪২ লক্ষের হদিশ। ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়াল, সরাতেই নোটের বান্ডিল। বেসমেন্টে বাঙ্কার, লোহার ঢাকনা সরাতেই ৪১ লক্ষ ৮৭ হাজারের হদিশ। সকাল থেকে পুলিশের অভিযান, সাড়ে ৪৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার ১। লক্ষ লক্ষ টাকার সাড়ে ৪৭ কেজি গাঁজা-সহ সঙ্গীতা সাহানি নামে একজন গ্রেফতার। সাড়ে ৩ ফুট লম্বা কালো রঙের ব্যাগে ৫০০ থেকে ২০ টাকার বান্ডিল।