Dilip Attacks Mamata: "কলকাতার অবস্থা ইরাক, ইরানের মতো হয়ে গেছে...", আক্রমণ দিলীপের
"চাপের ঠেলায় কেমন রোগা হয়ে গেছেন", তৃণমূনেত্রীকে সরাসরি আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির
কলকাতা: কখনও পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে, কখনও মুখ্যমন্ত্রীকে হিটলার-মুসোলিনীর সঙ্গে তুলনা করেছে বিজেপি। এবার রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে কটাক্ষ করতে গিয়ে ইরাক-ইরানের তুলনা টানলেন দিলীপ ঘোষ। বললেন, কলকাতার অবস্থা ইরাক, ইরানের মতো হয়ে গেছে।
সম্প্রতি, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে দেওয়ার রাজ্য সরকার। চিঠি থেকে ইঙ্গিত মিলেছে, মার্চের শেষদিকে কলকাতা পুরভোট হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে, কমিশনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা প্রকাশের পর, তা পুরভোটের উপযোগী করে তুলতে যা সময় লাগবে, তার ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন করা যেতে পারে।
বুধবার সকালে বউবাজারে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। সেই সভা থেকে পুরভোট নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি। বলেন, শুধু কলকাতায় কেন, দম থাকলে সবজায়গায় পুরভোট করুন। এক বছরের বেশি নির্বাচন বকেয়া। কাশ্মীর, হায়দরাবাদে নির্বাচন হতে পারে, এখানে কেন হবে না? নেহাত লোকসভা আর বিধানসভা ভারতের নির্বাচনী কমিশনের অধীনে। দিদিমণির হাতে থাকলে বিধানসভা নির্বাচন আটকে দিতেন।
যদিও, বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ভোটের নির্দিষ্ট নিয়ম আছে, তাই মেনে হবে।
সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে মূল্যবৃদ্ধি প্রসঙ্গে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। কলকাতা পুরসভার কাজে গাফিলতির অভিযোগও তুলেছেন তিনি। বলেছেন, দিদিমণি ঢপের চপ দিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। কার্ড নিয়ে হাসপাতালে গেলে বলবে, এখান থেকে বেরিয়ে যা। আর চাষি যে আলু ৫ টাকায় বিক্রি করে, তা কিনতে হচ্ছে ৪৫ টাকায়। সমস্ত কাটমানি কালীঘাটে যাচ্ছে। আমফানের পর কোনও কাজ করেনি। একটা গাছ সরাতে পারে না।
জবাবে ফিরহাদ হাকিম বলেছেন, কী কাজ হচ্ছে সেটা মানুষ জানে। আর স্বাস্থ্য সাথীর কার্ড ওঁরও উচিত করিয়ে নেওয়া।
সম্প্রতি উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল করে দেওয়া হয় কমিশনের প্রকাশ করা প্রভিশনাল মেরিট লিস্ট। সেই প্রসঙ্গেও রাজ্য সরকারকে নিশানা বিজেপির রাজ্য সভাপতির। এই নিয়েও রাজ্য় সরকারকে আক্রমণ করেন দিলীপ। বলেন, পুরনো প্যানেল বাতিল হয়েছে। লাখ লাখ টাকা তুলেছিল। যারা টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন তাদের বলছি, নেতাদের কলার ধরুন, চাকরি কেন হল না?
পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম। বলেছেন, দুর্নীতিতে আমরা জড়িয়ে নেই> গোল গোল করে বলেছে।
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বলেন, পুলিশ ভাবছে প্রমোশন হবে। তাই এরকম কাজ করছে। প্রমোশন না ডিমোশন নিজেরাই দেখতে পাবে। তৃণমূনেত্রীকেও সরাসরি আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। দেখেছেন,চাপের ঠেলায় কেমন রোগা হয়ে গেছেন।
এর উত্তরে ফিরহাদ বলেন, কাজ করে, তাই চাপ। না করলে চাপ নেই।
আর কদিন পরই নতুন বছর। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে, বাকযুদ্ধ চরমে শাসক-বিরোধীর।