কোচবিহারে নদীতে পরিণত রাস্তা, ক্ষতিগ্রস্ত ২ লক্ষাধিক মানুষ
কোচবিহার ও মুর্শিদাবাদ: রাস্তার ওপর দিয়ে বইছে নদী! চারিদিকে শুধু জল আর জল! বিপর্যস্ত কোচবিহারের মাথাভাঙা। মাথাভাঙার বড়াইবাড়ি এলাকায় জলের তোড়ে ভেঙে গিয়ে নদীতে পরিণত হয়েছে রাস্তা। স্রোতে ভেসে গিয়েছে বাড়ি। গোটা এলাকা জলমগ্ন। তুফানগঞ্জেও এক ছবি! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ঘর ছেড়ে তুফানগঞ্জ স্টেশনে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের। রবিবার তুফানগঞ্জের নাটাবাড়ি এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। কোচবিহারের ১ নম্বর ব্লকেও বেশ কিছু এলাকা এখনও জলের তলায়। জলের তোড়ে ভেসে যান এক বৃদ্ধ। জেলা প্রশাসন সূত্রে খবর, কোচবিহারে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অন্তত ২ লক্ষ মানুষ। জেলাজুড়ে ৫১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। খোলা হয়েছে ৯৭টি কমিউনিটি কিচেন। কোচবিহারের মতো মুর্শিদাবাদের ফরাক্কাতেও জলযন্ত্রণা! জলের তোড়ে ভেঙে গিয়েছে ৮০ নম্বর জাতীয় সড়কের একাংশ! এই পরিস্থিতিতে ফরাক্কা লাগোয়া এলাকায় ১৫টি গ্রাম জলবন্দি।