জলমগ্ন দুই দিনাজপুর, জলের তলায় জাতীয় সড়ক, জলে ডোবা ড্রেনে পড়ে মৃত্যু শিশুর, নামল নৌকা
উত্তর ও দক্ষিণ দিনাজপুর: ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। রায়গঞ্জ থেকে বালুরঘাট-- জলের তলায় দুই দিনাজপুর। নামল নৌকা!! টানা বৃষ্টিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার ১৭টি ওয়ার্ড জলমগ্ন। বেশিরভাগ বাড়িরই একতলায় জল ঢুকে গিয়েছে। রায়গঞ্জ পুর এলাকায় নেমেছে নৌকা। নৌকা করে ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে পুর কর্তৃপক্ষ। এরই মধ্যে দুর্ঘটনা রায়গঞ্জ শহরের উত্তরা কলেজপাড়ায় বাড়ির সামনে জলে নেমে খেলছিল দেড় বছরের শিশু। খেলতে খেলতে আচমকাই ড্রেনে তলিয়ে যায় শিশুটি। পরে বিপর্যয় মোকাবিলা দল এসে দেহ উদ্ধার করে। রায়গঞ্জের পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়া, গোয়ালপোখর, ইসলামপুর, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও ইটাহারের মতো এলাকা জলের তলায়। চাকুলিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল! করণদিঘিতেও কার্যত নদীর চেহারা নিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক! উত্তর দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা, ডাউক ও সুদানি। এই ৩ নদীর জলই বিপদসীমা ছুঁই ছুঁই। দক্ষিণ দিনাজপুরেও একছবি! বুনিয়াদপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে নৌকা চেপে ভোট দিতে আসেন ভোটাররা। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী, পুনর্ভবা ও টাংগন নদীর জল বাড়তে শুরু করেছে। আশঙ্কায় এলাকাবাসী! আত্রেয়ী নদীর তীরবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। জলের তলায় চলে গিয়েছে বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা।