এক্সপ্লোর
Advertisement
পিতৃহত্যার বদলা নিতেই কি মণীশকে খুনের ছক কষেছিল ধৃত খুররম?
বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে চাঞ্চল্যকর তথ্য। ধৃত মহম্মদ খুররমের বাবা ২০১০ সালে নাবালক আততায়ীর হাতে খুন হন। সেইসময় জেলে ছিলেন মণীশ। অভিযোগ ছিল, সেখানে বসেই খুররমের বাবাকে খুনের ছক কষেন তিনি।
কলকাতা: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে চাঞ্চল্যকর তথ্য। ধৃত মহম্মদ খুররমের বাবা ২০১০ সালে নাবালক আততায়ীর হাতে খুন হন। সেইসময় জেলে ছিলেন মণীশ। অভিযোগ ছিল, সেখানে বসেই খুররমের বাবাকে খুনের ছক কষেন তিনি। পুলিশ সূত্রে খবর, এরপর মণীশকে দু’-দু’বার খুনের পরিকল্পনা করে খুররম। একবার বোমাও ছোড়া হয়। কিন্তু দু’বারই ব্যর্থ হয় পরিকল্পনা। তার জেরে পুলিশ গ্রেফতারও করে খুররমকে। পুলিশ সূত্রে খবর, এবার মণীশের গতিবিধির হদিশ পেতে টিটাগড় পুরসভার কর্মী গুলাব আলি শেখের সাহায্য নেয় খুররম। খুনের দিন গুলাবই তাকে জানায়, মণীশের গাড়ি কোথায় দাঁড়িয়েছে। সেই মতো দুটি মোটরবাইকে চার আততায়ী মণীশকে ঘিরে ফেলে গুলিতে ঝাঁঝরা করে দেয়। প্রাথমিকভাবে অনুমান, বাইরে থেকে আনা হয়েছিল আততায়ীদের। খুররমের বাবার খুনের বদলা নিতেই কি মণীশকে খুনের ছক? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।
রবিবার রাতে টিটাগড়ে মণীশকে গুলি করে খুন করা হয়। এক ডজনের বেশি বুলেটে কার্যত ঝাঁঝরা হয়ে যায় বিজেপি নেতার শরীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত ১৪টি বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে তাঁর শরীরে। তদন্তকারীদের সন্দেহ ৭এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে। খুনের তদন্ত ভার সোমবার দুপুরেই দেওয়া হয় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডিকে।
সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বিজেপি নেতা মণীশ শুক্লার আততায়ীদের ছবি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, টিটাগড় থানার ঢিল ছোড়া দূরত্বে সেদিন মণীশের গাড়ি ঘিরে ফেলে আততায়ীরা। জনবহুল রাস্তায় সকলের সামনেই বিজেপি নেতাকে পরপর গুলি করে তারা পালিয়ে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement