এক্সপ্লোর
Advertisement
সল্টলেকে রবীন্দ্রনাথের মূর্তি পরিষ্কার করে মাল্যদান সায়ন্তনের, পাল্টা কটাক্ষ সুজিত বসুর
Politics over statue in West Bengal: মূর্তি প্রতিষ্ঠা করলেও নিয়মিত পরিষ্কার করা হয় না, দাবি সায়ন্তনের।
রণজিৎ সাউ, কলকাতা: ভোটের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পরিষ্কার নিয়ে রাজনীতি। মূর্তি প্রতিষ্ঠা করলেও, তা নিয়মিত পরিষ্কার করা হয় না বলে তৃণমূলকে নিশানা করেছেন সায়ন্তন বসু। ভোটের আগে বিজেপি রাজনীতি করছে বলে পাল্টা কটাক্ষ শানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
আর কয়েক মাস বাকি বিধানসভা ভোটের। তার আগে কোনও কিছুই বাদ যাচ্ছে না রাজনীতির আঁচ থেকে। কোনও ইস্যুই হাতছাড়া করতে নারাজ শাসক ও বিরোধী দল। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর-বাংলার মণীষীদের নিয়েও রাজনীতি হচ্ছে। আজ যেমন সল্টলেকের এফ ই ব্লকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি শুদ্ধকরণ কর্মসূচি ছিল বিজেপির। কবিগুরুর মূর্তি পরিষ্কার করে মাল্যদান করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বিধাননগর পুরসভার দিকে আঙুল তুলে তিনি দাবি করেছেন, মূর্তি প্রতিষ্ঠা করলেও নিয়মিত পরিষ্কার করা হয় না। তৃণমূলকে তাঁর কটাক্ষ, ‘শুধু ২৫ বৈশাখ ২২ শ্রাবণ নীল পাড় শাড়ি পরে নাচা হয়। মূর্তি প্রতিষ্ঠা করলেও, তা নিয়মিত পরিষ্কার করা হয় না। সল্টলেকে মনীষীদের মূর্তি পরিষ্কার করব।’
ভোটের আগে বিজেপি রাজনীতি করছে বলে পাল্টা দাবি করেছেন দমকলমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ের কিছু জানে না। ভোটের আগে রাজনীতি করছে বিজেপি।’
বাঁকুড়ায় কার মূর্তিতে ফুল দিয়েছেন অমিত শাহ? সাঁওতাল বিদ্রোহের মুখ বিরসার মুণ্ডা না অন্য কারও? সম্প্রতি সেই বিতর্ক নিয়ে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতির আঙিনা। কয়েকদিন আগে বিবেকানন্দর জন্মজয়ন্তীতে, বাংলায় কেন বিবেকানন্দর মূর্তি স্থাপন হবে না? তা নিয়ে প্রশ্ন তোলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘তিনহাজার কোটি টাকা দিয়ে বল্লভভাই পটেলের মূর্তি হচ্ছে গুজরাতে। বাংলায় কেন নেতাজি, বিবেকানন্দর মূর্তি হবে না?’ আমদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বিবেকানন্দের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। সে কথা উল্লেখ করে বিজেপি-কে খোঁচা দেন অভিষেক। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মণীষীদের মূর্তিতে মাল্যদান থেকে শুদ্ধকরণের কর্মসূচি ঘিরে চাপানউতোর তুঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement