পাড়ুইয়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল
বীরভূম: পঞ্চায়েত ভোট যতো এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। বিশেষ করে বীরভূমে। বুধবারই বোলপুরের শিবপুর মৌজায় জমি নিয়ে ব্যাপক অশান্তি হয় অনিচ্ছুক কৃষক ও তৃণমূল কর্মীদের মধ্যে। গাড়ি, বাইক ভাঙচুর করা হয়। তার রেশ কাটতে না কাটতেই, বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত বীরভূমের পাড়ুই। বৃহস্পতিবার পাড়ুইয়ের চৌমণ্ডলপুরে বিজেপির সভা। বুধবার দিনভর তারই প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, গভীর রাতে দলীয় কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। তছনছ করা হয় পার্টি অফিস। ছিঁড়ে ফেলা হয় পতাকা। বৃহস্পতিবার সকালে পাল্টা জমায়েত করে তৃণমূল। চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাড়ুই থানার পুলিশ। সরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীদের। পাড়ুইয়ের তৃণমূল নেতা মুস্তাক হোসেনের দাবি, বিজেপি বাড়ি দখল করে পার্টি অফিস করেছিল। অশান্তি এড়াতে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। চলছে পুলিশি টহলদারি।