রিড ভাঙা, চেষ্টা করেও সুর তুলতে পারেননি, কলকাতা ফিরেই আদিবাসী শিল্পীদের হারমোনিয়াম উপহার মুখ্যমন্ত্রীর
নতুন হারমোনিয়াম পেয়ে খুশি আদিবাসী শিল্পী।
বুনিয়াদপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে কর্মিসভায় এসেছিলেন গত ৪ মার্চ। তিনি হেলিপ্যাড থেকে মঞ্চের দিকে আসতেই তাঁকে গান গেয়ে স্বাগত জানায় আদিবাসী ঝুমুর নৃত্যের দল। উৎসাহী মুখ্যমন্ত্রী সেসময় হারমোনিয়াম শিল্পীকে ডেকে নিয়ে সেই হারমোনিয়াম বাজিয়ে সুর তোলার চেষ্টা করেন। কিন্তু হারমোনিয়ামটি ছিল বহু পুরনো। রিড ভাঙ্গা। সুর তুলতে অসুবিধায় পড়েন মুখ্যমন্ত্রী। যদিও তিনি সেটি বাজিয়েছিলেন। তিনি কর্মিসভার বক্তব্যের মাঝেও এই বিষয়টি বলেন। পরে তিনি প্রশাসনকে নির্দেশ দেন ওই শিল্পীকে একটি নতুন হারমোনিয়াম কিনে দিতে।
মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার দু দিনের মধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে সেদিনের সভায় উপস্থিত দুটি দলকে এদিন দুটি নতুন হারমোনিয়াম তুলে দেন জেলাশাসক নিখিল নির্মল। জেলাশাসকের ভবনে শিল্পীদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চণ্ডীপুর আদিবাসী ঝুমুর নৃত্য দল এবং চণ্ডীপুর মাঝি গাঁওতা ঝুমুর নৃত্য দলকে দুটি হারমোনিয়াম দেওয়া হয়। জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, জেলা তৃণমূল এর দুই কার্যকরী সভাপতি শুভাশিস পাল ও দেবাশীষ মজুমদার।
সেদিন যে আদিবাসী শিল্পীর হারমোনিয়াম মুখ্যমন্ত্রী বাজিয়েছিলেন সেই রেসকা হেমব্রম এদিন নতুন হারমোনিয়াম পেয়ে খুশি। নতুন হারমোনিয়াম পেয়েই তা বাজিয়ে তিনি ‘দিদির জয়গান’ করেন।
জেলায় লোক শিল্পীদের নিয়ে কাজ করা সৌরভ রায় জানান জেলায় এ ধরনের ৮১টি দল রয়েছে। তাঁরা নিয়মিত সরকারি ভাতা পেলেও তাদের পোশাক এবং বাদ্যযন্ত্রের প্রয়োজন রয়েছে।