WBHSCE Board Update: মাধ্যমিকে ১০০ শতাংশ পাস, একাদশে অতিরিক্ত ১২৫ জনকে ভর্তির বিজ্ঞপ্তি সংসদের
এতদিন পর্যন্ত ২৭৫ জনকে ভর্তি নিতে পারত স্কুলগুলি। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুলগুলিতে একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা করা হল ৪০০ জন।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনা অতিমারীর জেরে চলতি বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলপ্রকাশও হয়েছে বিভিন্ন মূল্যায়নের ভিত্তিতে। আর সেই মূল্যায়নের মাধ্যমে চলতি বছরে মাধ্যমিকে পাস করেছে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীই পাস করার ফলে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছিল। এবার সেই সমস্যার সমাধানেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হল যে, চলতি বছর অর্থাৎ, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে অতিরিক্ত ১২৫ জনকে ভর্তি নিতে পারবে স্কুলগুলি। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ২৭৫ জনকে ভর্তি নিতে পারত স্কুলগুলি। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুলগুলিতে একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা করা হল ৪০০ জন।
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যার পাশাপাশি কি পরিকাঠামোও বাড়ানোর কোনও পরিকল্পনা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের? জানা যাচ্ছে যে, এখনও পর্যন্ত পরিকাঠামো বাড়ানোর কোনও কথা সরকারিভাবে ঘোষণা করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে, তাদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ, যে স্কুলে যত সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারত, সেই স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তির সংখ্যা বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের আসন সংখ্যা ছিল সর্বাধিক ২৭৫ জন। এবার সেই আসন সংখ্যার থেকে অতিরিক্ত ১২৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।
চলতি বছর মাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে। গত বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি ছাত্র-ছাত্রী পাস করেছে। পাস করা ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় ১১ লক্ষ। এরা প্রত্যেকেই একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। কিন্তু যেহেতু এতদিন পর্যন্ত স্কুলে স্কুলে সবথেকে বেশি ২৭৫ জন ছাত্র-ছাত্রী ভর্তির ব্যবস্থা ছিল। তাই স্বাভাবিকভাবেই অতিরিক্ত ছাত্র-ছাত্রীদের ভক্তি নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছিল। মূলত সেই কারণেই অতিরিক্ত আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Education Loan Information:
Calculate Education Loan EMI