‘মানুষকে যেন ঘটি বাটি বিক্রি করতে না হয়’, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে বার্তা মুখ্যমন্ত্রীর
দক্ষিণ ২৪ পরগনা: ফের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে মানবিক হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, ঘটি-বাটি বেচে যেন চিকিত্সা না করাতে হয়। রোগীমৃত্যুতে হাসপাতাল ভাঙচুর কাজের কথা নয়। রোগীর পরিবারের উদ্দেশে বার্তা রাষ্ট্রপতির।
বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের ওপর রাশ টানতে আইন এনেছেন। অভিযোগ জানানোর জন্য কমিশন গড়ে দিয়েছেন। কিন্তু, তারপরও একশ্রেণির হাসপাতালের বিরুদ্ধে বেশি বিল, টাকা চেয়ে চাপ দেওয়ার মতো অভিযোগ উঠছেই। এই প্রেক্ষিতে এবার রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে তাদের উদ্দেশে ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন, সেবার বিকল্প হয় না। সবাইকে ভাল রাখাই কাজ। একটু মানবিকতা। মানুষকে যেন ঘটি বাটি বিক্রি করতে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একই কথা শোনা গিয়েছে প্রণব মুখোপাধ্যায়ের মুখেও। রাষ্ট্রপতি বলেন, মুখ্যমন্ত্রী যেমন গুরুত্ব দিলেন, সেবা। টু সার্ভ। মানবিক স্পর্শ দরকার।
বৃহস্পতিবার সোনারপুরে একটি হাসপাতালের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী। সেখানেই ভাল পরিষেবার পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতি দু’জনেই জোর দিয়েছেন ভাল ব্যবহারের ওপর। রাষ্ট্রপতি বলেন, স্মাইলিং ফেস ক্যান কিওর থাইজ্যান্ড ডিজিস। রোগী বিশ্বাস করেন চিকিৎসক তাকে সুস্থ করে তুলবেন। মুখ্যমন্ত্রী বলেন, সার্ভ উইথ এ স্মাইল।
তবে বেসরকারি হাসপাতা, নার্সিংহোমকে বার্তা দেওয়ার পাশাপাশি রোগীর পরিবারকেও তাঁদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। বলেছেন, পেশেন্টেরও দায়িত্ব আছে। গাফিলতির অভিযোগ উঠেই ভাঙচুর কাজের কথা নয়। রক্ষা করা যাবে কেউ গ্যারান্টি দিতে পারে না।