চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ছিনতাইবাজ ধরলেন কলেজছাত্রী
দক্ষিণ ২৪ পরগনা: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ছিনতাইবাজ ধরলেন কলেজছাত্রী। দুঃসাহসিক ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার আক্রা। রবিবার বাড়ি ফেরার জন্য সকাল ১১টা নাগাদ বালিগঞ্জ স্টেশন থেকে ডাউন বজবজ লোকালের মহিলা কামরায় ওঠেন বছর দক্ষিণ ২৪ পরগনার নুঙ্গির বাসিন্দা, বছর উনিশের কলেজ ছাত্রী কমল পাড়িয়া। জিআরপি সূত্রে খবর, আক্রা স্টেশন ছাড়ার সময় হঠাৎই মহিলা কামরায় উঠে পড়ে এক যুবক। অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই ছাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় যুবক! ছিনতাইবাজকে ধাওয়া করতে রেল লাইনে ঝাঁপ দেন ছাত্রীও! দুষ্কৃতীকে ধরেও ফেলেন তিনি। শুরু হয় ধস্তাধস্তি। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ছাত্রী। আশপাশের লোকজন ছুটে গিয়ে অভিযুক্তকে পাকড়াও করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে জিআরপি। হাসপাতালে ভর্তি ছাত্রী। তাঁর মাথায় সেলাই পড়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখনও আতঙ্কে রয়েছেন ছাত্রী। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। মহিলা কামরায় কেন আরপিএফ থাকবে না? প্রশ্ন রেলযাত্রীদের।