করোনা পজিটিভ বলে সৎকার নেগেটিভ মৃতদেহ, পরিবারকে দেওয়া হল পজিটিভ দেহ
তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল
কলকাতা ও শিলিগুড়ি: করোনা পজিটিভ বলে সৎকার করে দেওয়া হল করোনা নেগেটিভের মৃতদেহ। করোনা পজিটিভের দেহ দেওয়া হল পরিবারকে! বিআর সিংহ হাসপাতালে রোগী অদল-বদলের অভিযোগ।
জানা গিয়েছে, ‘গত ৩ তারিখ হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার বৃদ্ধা, যাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। কিন্তু, পরিবার আসার আগেই মৃতদেহ দেওয়া হয় পুরসভাকে। করোনা পজিটিভ বলে সৎকারের জন্য নিয়ে যায় পুরসভা।’
অন্যদিকে, পরিবারের হাতে অন্য এক করোনা পজিটিভ মৃতদেহ তুলে দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের সাফাই, পুরসভার কাছে জবাব চাওয়া হয়েছে। তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল। এই পরিস্থিতিতে এখনও মেলেনি পুরসভার কোনও প্রতিক্রিয়া।
আবার, করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া সত্বেও বাড়িতে পুরসভার নোটিস পাঠানোর অভিযোগ। অতিসক্রিয়তার এই অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে।
জানা গিয়েছে, ‘নার্সিংহোম থেকে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ৫ অগাস্ট বৃদ্ধার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। অভিযোগ, তা সত্ত্বেও বৃদ্ধাকে করোনা আক্রান্ত বলে বাড়িতে নোটিস।
‘স্বাস্থ্য দফতরের পাঠানো তালিকায় রিপোর্ট পজিটিভ,’ এমনটাই দাবি করেছে শিলিগুড়ি পুরসভা। তাদের দাবি, ‘নার্সিংহোমে থাকাকালীন প্রথম টেস্ট রিপোর্ট পজিটিভ হয়। প্রথম রিপোর্ট দেরিতে আপলোড হওয়ায় বিপত্তি।’