এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস: প্রভাবশালী বলে পরীক্ষা এড়ানো যাবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
তাঁর সাফ বক্তব্য, ‘দায়িত্বজ্ঞানহীনের মতো কোনও কাজ করবেন না।রোগ চেপে যাওয়ার চেষ্টা করলে তা অবিবেচকের মতো কাজ।’
কলকাতা: করোনাভাইরাস প্রতিরোধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তিনি কয়েকদিন আগে লন্ডন থেকে ফিরেছেন। তাঁর মা রাজ্য সরকারের পদস্থ আমলা। শরীরে সংক্রমণ নিয়ে গত রবিবার লন্ডন থেকে কলকাতা বিমানবন্দরে নামেন ওই তরুণ।বিমানবন্দর থেকেই তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি তা উপেক্ষা করেন। এরপর মঙ্গলবার মায়ের সঙ্গে এম আর বাঙ্গুর হাসপাতালে যান ওই তরুণ। সেখানে ডেপুটি সুপারের ঘরে তাঁকে পরীক্ষা করেন হাসপাতালের করোনা সংক্রান্ত নোডাল অফিসার। সঙ্গে ছিলেন একজন রোগী সহায়কও। সূত্রের খবর, ওই দিনও তাঁকে বেলেঘাটা আইডিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। এরপর গতকাল নবান্নের তরফে বেলেঘাটা আইডির সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে গতকাল হাসপাতালে ভর্তি হন করোনা আক্রান্ত ওই তরুণ।গোটা ঘটনায় প্রশ্নের মুখে পরিবারের দায়িত্বজ্ঞানবোধ।
ওই তরুণের মা তথা পদস্থ মহিলা অফিসার গতকাল দিনভর নবান্নে ছিলেন।
মুখ্যমন্ত্রী এদিন এ ধরনের মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে এলেই স্বেচ্ছায় আইসোলেশনে থাকা উচিত।সমাজের সব স্তরের মানুষের জন্যেই এক নিয়ম।দূরত্ব বজায় রেখে কথা বলা উচিত।শরীর খারাপ হলেই ডাক্তার দেখান।
কর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন,‘কেউ অসুস্থ থাকলে ভয় পাওয়ার কিছু নেই।অনলাইনে ছুটির আবেদন করুন, দেখে নেব।এই ২ সপ্তাহ একটু সাবধানে থাকা উচিত।
তিনি বলেন, ‘বিদেশ থেকে এসেই শপিং মলে গেলাম, তা হবে না।বিদেশ থেকে এসেই পার্কে গেলাম, আরও ৫০জন আক্রান্ত হয়ে গেল।প্রভাবশালী বলে পরীক্ষা করালাম না, এমনটা চলবে না।
তাঁর সাফ বক্তব্য, ‘দায়িত্বজ্ঞানহীনের মতো কোনও কাজ করবেন না।রোগ চেপে যাওয়ার চেষ্টা করলে তা অবিবেচকের মতো কাজ।’
তিনি বলেছেন,‘কেউ গুজব ছড়ানোর চেষ্টা করছে, কান দেবেন না।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement