এক্সপ্লোর
Advertisement
নিউ দিঘার হোটেলে যুগলের রহস্যমৃত্যু,বিবাহ-বর্হিভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা?
পূর্ব মেদিনীপুর ও হুগলি: নিউ দিঘার হোটেলে যুগলের রহস্যমৃত্যু।বিবাহ-বর্হিভূত সম্পর্ক জানাজানি হতেই কি আত্মহত্যা? উঠছে প্রশ্ন।
শুক্রবার সকালে নিউ দিঘার এই হোটেল থেকে উদ্ধার হয় যুগলের ঝুলন্ত দেহ। দিঘা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। দিঘা থানার পুলিশ সূত্রে খবর, ১৫ মে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গোপাল সরকার (৪২) ও অতীতি সরকার (৩২) নামে হোটেলে ঘর বুক করেন তাঁরা।
তাঁরা হুগলির তারকেশ্বরের মুক্তারপুর শাসমলপাড়ার বাসিন্দা। দু’জনের মধ্যে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল বলে দাবি দুই পরিবারের। সেই সম্পর্কের কথা জানাজানি হতেই তাঁরা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
পুলিশ জানতে পেরেছে, গোপাল সরকারের আসল নাম শঙ্কর সরকার। অতীতি সরকারের আসল নাম অতসী সরকার।দু’জনই বিবাহিত।
এবারই প্রথম নয়, আগেও কয়েকবার শঙ্কর-অতসী পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। শঙ্করের এক আত্মীয়র দাবি, অবৈধ সম্পর্ক ছিল, সেটাই জানাজানি হওয়া কারনে আত্মঘাতী হয়েছেন যুগল।
অতসী সরকারের শাশুড়ির দাবি, আগেও এরকম পালিয়ে গিয়েছিল। বাড়িতে অশান্তি হত, আজ শুনলাম এরকম হয়েছে।
বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে এই মৃত্যু না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement