Covid-19 Rules Violation: করোনা আবহে জন্মদিনের পার্টি, এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ
আবগারি দফতর সূত্রে দাবি, গত ১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার দিনই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়।
কলকাতা: পার্ক হোটেলের পর এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ উঠল। আবগারি দফতর সূত্রে দাবি, গত ১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার দিনই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়।
অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগে হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান। ওই দিন কারা সেদিন সেখানে ছিলেন? তার তদন্ত শুরু করেছে আবাগারি দফতর। মদ সরবরাহ করা হয়েছিল কি না, এ সব জানার জন্যই আবগারি দফতর থেকে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে হোটেল ম্যানেজারের কাছে। একইসঙ্গে তলব করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও।
গত সপ্তাহে করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়, মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে, পার্ক হোটেলে উদ্দাম পার্টি করার অভিযোগ ঘিরে এখন চরম আলোড়ন। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার।
এদিকে পার্ক হোটেলকাণ্ডের তদন্তে এবার সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠাল আবগারি দফতর। সূত্রের খবর, পার্ক হোটেলের এক আধিকারিককে ওই সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আসতে বলা হয়েছে। যদিও ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, গত শনিবার ঘটনার দিন রাতের পার্টিতে তারা মদ সরবরাহ করেনি। আবগারি দফতর জানতে চায়, তাহলে মদ কি যাঁরা পার্টি করছিলেন তাঁরাই এনেছিলেন? কারা মদ সার্ভ করেছিলেন? তাও জানতে চায় আবগারি দফতর। এ সবই খতিয়ে দেখার জন্য সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।