Covid19 Vaccine: ক্যানিং স্টেশনে আরোগ্য-তে টিকাকরণ, পূর্ব রেলের তরফে ভ্যাকসিনেশনের উদ্যোগ
ক্যানিং স্টেশনে আরোগ্য নামক বিশেষ ট্রেনের মাধ্যমে ৩০০ জনকে ভ্যাকসিন দেওয়া হল মঙ্গলবার।
শান্তনু নস্কর, ক্যানিং: পূর্ব রেলের তরফে ভ্যাকসিনেশনের উদ্যোগ। ক্যানিং স্টেশনে আরোগ্য নামক বিশেষ ট্রেনের মাধ্যমে ৩০০ জনকে ভ্যাকসিন দেওয়া হল মঙ্গলবার। উদ্যোগে খুশি রেলকর্মী ও হকাররা।
ভ্রাম্যমান টিকাকরণ সেন্টার থেকে দুয়ারে ভ্যাকসিনেশন, করোনাকালে মানুষের প্রয়োজনে দেখা গিয়েছে নানা অভিনব পদক্ষেপ। এবার কর্মী ও তাঁদের পরিবারের লোকজনের ভ্যাকসিনেশনের জন্য বিশেষ পদক্ষেপ শুরু করেছে পূর্ব রেল। ট্রেনের কোচকেই ভ্রাম্যমাণ টিকাকরণ সেন্টার বানিয়ে তুলল তারা। 'আরোগ্য' নামের এই বিশেষ ট্রেনে থাকছে হেলথ ইউনিট। যেখানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সরা। পাশাপাশি থাকছে করোনা টিকাকরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা।
দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কিছুটা কমলেও, এখনও চাকা গড়ায়নি লোকাল ট্রেনের। চলছে শুধু স্টাফ স্পেশাল। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণের প্রকোপ এড়াতে দ্রুত ভ্যাকসিনেশনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রেলকর্মী ও হকারদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশনে পৌঁছে যায় দু’কামরার এই ভ্যাকসিন ট্রেন। এর ভেতরেই বসেছে ভ্যাকসিনেশন ক্যাম্প। পূর্ব রেল সূত্রে খবর, মঙ্গলবার ২০০ জন রেলকর্মী ও তাঁদের পরিবারকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়া হয় ১০০ জন হকারকেও। দক্ষিণ ২৪ পরগনার রেল হকার্স ইউনিয়নের সভাপতি বিকাশ মজুমদার বলেন, রেলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে। হকারদের দেওয়ার দাবি জানিয়েছিলাম, ১০০ জনকে দেওয়া হল।
গত মাসে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের এই ভ্রাম্যমান হেলথ ও কোভিড ভ্যাকসিনেশন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। পূর্ব রেলের সাব ডিভিশনাল ম্যানেজার এসপি সিংহ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন। 'আরোগ্য'র যাত্রা শুরু করার অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব রেলের চিফ মেডিক্যাল অফিসার চিকিৎসক রণেন্দ্রু ভট্টাচার্য। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব রেলের অধীনস্থ বিআর সিংহ হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্সরা থাকবেন ট্রেনের এই ভ্রাম্যমাণ হেলথ ও ভ্যাকসিনেশন ইউনিটের সঙ্গে।