এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন । আজ ব্যবসায় হিসেবের গণ্ডগোল হতে পারে । সন্তানদের সম্পর্কে কোনও গভীর আলোচনা হতে পারে । নিজের ব্যবহারের ফলশ্রুতি সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে । আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য । সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে । সন্তানদের কারণে মনে উদ্বেগ বৃদ্ধি । খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে । বন্ধুর কাছ থেকে সাবধান থাকুন ও একটু দুরত্ব রেখে চলুন ।বৃষ
শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে । পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে । শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি । প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মনে কষ্ট । বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে । মধ্যভাগে কোনও ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে বিবাদ । বাড়িতে কোনও অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি । জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা । মনে কোনও কারণে ভয় ভাব আসতে পারে ।মিথুন
কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন । মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন । নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন । আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ । অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে । শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে । আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে । আজ সকালের দিকে কোনও প্রকার অর্থ ক্ষতি হতে পারে । ব্যবসার দিকে লাভের দিক ঠিক রাখতে হবে ।কর্কট
কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে । পড়াশোনার দিকে একটু চাপ বাড়তে পারে, নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন । অংশীদারি ব্যবসার দিকে লাভ বাড়তে পারে । বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে । পেটের কোনও সমস্যা বাড়তে পারে । শরীরে কোনও রোগ বাড়তে পারে । সন্তানের খারাপ কাজের জন্য মানসিক চাপ । শত্রুর সঙ্গে কোনও আলোচনা । পিতামাতার জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে । ব্যবসার দিকে বিনিয়োগ বাড়াতে পারেন । অর্থের ব্যাপারে সুবিধা পেতে পারেন । চুরি থেকে সাবধান ।সিংহ
কর্মচারীদের নিয়ে সমস্যা বাড়তে পারে । রক্তচাপ সংক্রান্ত কারণে সমস্যা । প্রিয়জনের সঙ্গে বিবাদ । ক্ষুদ্র ব্যবসায়ীদের লাভের পরিমাণ বাড়তে পারে । বিপদের সময় কোনও বন্ধুর সাহায্য পাবেন না । কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা । ভাল কোনও জিনিস উপহার হিসেবে পেতে পারেন ।ব্যবসার দিকে কোনও বাধা পড়তে পারে । চাকরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে । মাথার যন্ত্রণা বাড়তে পারে । বাড়তি কোনও ব্যবসার দিকে থেকে আয় ভাল আসতে পারে । পিতার সাহায্যে বিপদ থেকে উদ্ধার ।কন্যা
সময়ের অপেক্ষা করুন, ভাল ফল পাবেন । তবে ব্যবসার দিকে কোনও অশান্তি বাধতে পারে । বুকের কোনও সমস্যা বৃদ্ধি । পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা । পড়াশুনার জন্য দূরে ভ্রমণ । যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে । প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ । আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা । বিদেশে কোনও বন্ধুর খবর আসতে পারে । কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে । কর্মস্থানে কাজের নিপুণতার জন্য সুনাম ।তুলা
গঠনমূলক কোনও কাজের ক্ষেত্রে উন্নতি । প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে । আজ জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ আসতে পারে । ব্যবসার দিকে শত্রুর জন্য ব্যবসার ক্ষতি । বাড়তি কোনও আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে । শিল্পীদের জন্য ভাল সময় । প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে । ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি । বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে । পড়ে থাকা কাজ করে ফেলুন ।বৃশ্চিক
আজ সারাদিন আনন্দের মধ্যে দিয়ে কাটতে পারে । বাড়িতে একটা মনের মত পরিবেশ পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে খুব ভাল সময় । আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে । গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের শান্তি । নতুন কোনও কাজের দিকে ঝোঁক বৃদ্ধি । আপনার কোনও হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে । ব্যবসার দিকে চিন্তা থেকে মুক্তি । আপনি আজ লোকের কাছে খুব ভাল গুরুত্ব পাবেন। কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে ।ধনু
প্রিয়জনের কোনও খবর না পাবার জন্য মন খারাপ । ব্যবসার দিকে উন্নতির যোগ । আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে । বাড়ির কাছে ভ্রমণ হতে পারে । মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিনটি আজ কাটবে । জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি । বাড়তি কোনও কাজের চাপ । আজ কোনও জটিল ব্যাধি থেকে মুক্তি । নানা অশান্তির ভিতর দিকে দিনটি কাটবে, ধর্মীয় ব্যাপারে অর্থ সাহায্য । সম্পত্তি নিয়ে কোনও আইনের সাহায্য । শিল্পীদের সময় খুব ভাল ।মকর
ব্যবসার দিকে মন্দা পড়তে পারে । বিবাহের ব্যাপারে অশান্তি । বাড়ির সকলে মিলে ভ্রমণ বিষয়ে আলোচনা । বিকেলের দিকে শুভ পরিবর্তন । বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন । বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার । প্রেমের ক্ষেত্রে অশান্তি বিচ্ছেদ আনতে পারে । চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ আসতে পারে । বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে । ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর । গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন ।কুম্ভ
অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতি । সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা বাড়িতে হতে পারে । ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে । যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা রাখুন । কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা । আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন । বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম । কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদ । ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে ।মীন
আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ । কর্মস্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে । আধ্যাত্মিক কাজে মনে শান্তি । সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সঙ্গে ব্যবহার করুন । অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে । অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে । পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে । আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে । নতুন গৃহ নির্মাণের আলোচনা হতে পারে । আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement