ইন্টারলকিং সংস্কারের জন্য খড়গপুরে বন্ধ ট্রেন, দর হাঁকছেন গাড়িচালকরা, ভোগান্তি নিত্যযাত্রীদের
পশ্চিম মেদিনীপুর: একদিকে বন্ধ ট্রেন, তার ওপর ঝোপ বুঝে কোপ মারছেন বিভিন্ন গাড়ির চালকরা। খড়গপুর স্টেশনের সংস্কারকে ঘিরে দুর্ভোগ চরমে সাধারণ মানুষের। কম্পিউটার পরিচালিত নতুন ইন্টারলকিং চালুর জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নিয়ন্ত্রিত খড়গপুর স্টেশনের রেল চলাচল। রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরোপুরি বন্ধ খড়গপুর স্টেশন। বাতিল ৪৩টি মেল ও এক্সপ্রেস, ১টি স্পেশাল ট্রেন, ১২টি প্যাসেঞ্জার, ১৩ মেমু ও ৪০ টি লোকাল ট্রেন। ৮ জোড়া হাওড়া-মেদিনীপুর লোকাল চলছে বালিচক পর্যন্ত। ওড়িশা থেকে খড়গপুরগামী ট্রেনগুলিকে হিজলি স্টেশনে, হাওড়া থেকে আসা ট্রেনগুলিকে বালিচকে এবং টাটার দিক থেকে আসা ট্রেনকে কলাইকুন্ডায় থামিয়ে দেওয়া হচ্ছে। রেলের তরফে বাসের ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে, অভিযোগ যাত্রীদের। এই সুযোগে অন্যান্য গাড়ির চালক দ্বিগুণ-তিনগুণ ভাড়া চাইছেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, সোমবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।