অশান্ত পাহাড়: লাইব্রেরি, সরকারি অফিস, পুলিশের চেক পোস্টে আগুন
দার্জিলিং: অশান্তির আগুনে জ্বলছে পাহাড়! রোষের আগুনে ছারখার লাইব্রেরিও!!! গত কয়েকদিন ধরে রাতের পাহাড়ে বিভিন্ন সরকারি অফিসে চোপাগোপ্তা হামলা লেগেই আছে। এখনও তা অব্যাহত। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ কার্শিয়ঙের আরপিএফ-এর ডিরেক্টরেটের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই, রাত সোয়া এগারোটা নাগাদ সুখিয়াপোখরির ছাবিসে পুলিশের চেক পোস্টে আগুন লাগানো হয়। ঘণ্টাখানেকের পরে, রাত সোয়া বারোটা নাগাদ লোধামায় বন দফতরের বাতাসি গেস্ট হাউসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপর রাত আড়াইটে নাগাদ মিরিকে প্রেমচন্দ মেমোরিয়াল রুরাল লাইব্রেরিতেও দুষ্কৃতীরা আগুন লাগায়। দমকল পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত বই, নথি, আসবাব। ভোর ৪টের কিছু পরে মিরিকের দুধিয়ায় জিটিএ-র গেস্টহাউসেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সবক’টি ঘটনার নেপথ্যে মোর্চার বিরুদ্ধে অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে মোর্চা। এদিকে, শুক্রবার সকালে গোর্খাল্যান্ডের সমর্থনে দার্জিলিঙে কুকরি নিয়ে মিছিল করে নারী মোর্চা।