![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
জানা গিয়েছে, চারটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ।
![অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের decision on the experimental application of antibody cocktails is up to the Department of Health অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/25/f3ff5967a5121e3d94f5588b280a893b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদফতর। জানা গিয়েছে, চারটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ। যার মধ্যে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। করোনা হওয়ার ঝুঁকি আছে কিংবা মৃদু উপসর্গে এটির প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ওষুধ দেওয়া হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ হচ্ছে। সরকার পরীক্ষামূলক প্রয়োগের ফল নথিভুক্ত করতে চাইছে। পরবর্তীকালে করোনা চিকিৎসার প্রোটোকলে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। সেই কারণেই পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্যদফতরের।
করোনার মৃদু ও মাঝারি উপসর্গের চিকিৎসার জন্য আমেরিকার ওযুধ প্রস্তুতকারক সংস্থা Eli Lilly and Co-এর অ্যান্টিবডি ড্রাগস কম্বিনেশনকে অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। গত মাসে জরুরি ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়।
আমেরিকার কোম্পানির তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে সীমিত ক্ষেত্রে একরঙা এই অ্যান্টিবডি ড্রাগ ব্যবহারের অনুমতি দিয়েছে DCGI। করোনার মৃদু ও মাঝারি উপসর্গ রয়েছে এমন আক্রান্তদের ক্ষেত্রে Bamlanivimab ৭০০ এমজি এবং Eesevimab ১৪০০ এমজি ব্যবহার করা যাবে। সংস্থার তরফে আরও বলা হয়, ভারত সরকার ও রেগুলেটরি অথরিটির সঙ্গে Lilly-র তরফে কথা চলছে। তাদের বলা হচ্ছে, করোনা চিকিৎসায় গতি আনার জন্য Bamlanivimab ও Eesevimab জোগান দিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)