এক্সপ্লোর
শীতেও ডেঙ্গির দাপট অব্যাহত, মৃত্যু উত্তরপাড়ার যুবকের

কলকাতা: নামছে পারদ, কিন্তু দাপট কমেনি ডেঙ্গির। ডেঙ্গিতে মৃতের তালিকায় জুড়ে গেল আরও একটি নাম। মৃত্যু হল দেবাংশু খারওয়াল নামে তরতাজা এক যুবকের। ২১ বছরের এই যুবকের বাড়ি হুগলির উত্তরপাড়ার আর কে স্ট্রিটে। মৃতের পরিবার সূত্রে খবর, জ্বর ও ফুসফুসের সমস্যা নিয়ে গত ২৯ নভেম্বর থেকে তিনি ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে উল্লেখ, মৃত্যুর কারণ ডেঙ্গি। ঠান্ডা পড়লে ডেঙ্গির মশা কাবু হবে, এমনটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু, ঠান্ডাতেও দেখা যাচ্ছে ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত। দেবাংশুর পরিবারে শোকের ছায়া। ডেঙ্গি নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















