Dilip Ghosh Chai Pe Charcha: "কাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না, বললে আমরা পাঠাতে পারি", কটাক্ষ দিলীপের
সকালের চা-চর্চা থেকে ফের তৃণমূলকে নিশানা বিজেপি রাজ্য সভাপতির
কলকাতা: মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় লোকের ভিড়ে মঞ্চ ভেঙে পড়েছিল। কাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না। (তৃণমূল) চাইলে আমরা লোক পাঠাতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের জনসভা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।
তৃণমূলের কীভাবে দাঁত ভাঙতে হয় জানি। বারাবনি সহ বিভিন্ন জায়গায় বিজেপির উপর হামলার অভিযোগ প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
আজ শুভেন্দুর বক্তব্য আমরা শুনব। শুভেন্দুর সাংবাদিক বৈঠক প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
সুদীপ্ত কেন লিখেছেন, কী লিখেছেন জানি না, সিবিআই জেরা করলেই সত্য সামনে আসবে। জেলের আসামির অধিকার নেই বিজেপির নাম লেখার। সারদা কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
সিবিআই সারাবছর প্যারেড করাচ্ছে। নেতারা গ্রেফতার হবেন। রিপোর্ট জমা পড়েছে। ভোটের আগে সিবিআই তদন্ত প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
বৈশাখী মুখ খোলায় তাঁকে ট্রান্সফারের ভয় দেখানো হচ্ছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
সুশান্ত মেদিনীপুরে আসুন। প্রায়শ্চিত্ত করুন। ক্ষমা চান। সিপিএম নেতা সুশান্ত ঘোষের মেদিনীপুরে ঢোকার অনুমতি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।