প্রথা মেনে শ্রীরামপুরে শুরু হল ২১৫ বছর পুরনো দোল দুর্গোত্সব
প্রথা মেনে আজ হুগলির শ্রীরামপুরে শুরু হল দোল দুর্গোত্সব।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: প্রথা মেনে আজ হুগলির শ্রীরামপুরে শুরু হল দোল দুর্গোত্সব। সকালে মায়ের পায়ে আবির দিয়ে শুরু হয় পুজো। পুজো চলবে চারদিন।
হুগলির শ্রীরামপুরে ঐতিহ্য মেনে শুরু হল মহিষমর্দিনী পুজো। যা প্রচলিত দোল-দুর্গোত্সব নামে। ২১৫ বছর ধরে দোলপূর্ণিমার দিন হয়ে আসছে এই পুজো।
পঞ্চাননতলার দশভুজা পূজিতা হন মহিষমর্দিনী রূপে। প্রতিমার সঙ্গে এখানে লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশ থাকে না। পরিবর্তে দুর্গার সঙ্গে থাকে দুই সখী, জয়া আর বিজয়া।
একসময় শ্রীরামপুরের জমিদার বংশ, দে পরিবারের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। কিন্তু বর্তমানে এই পুজোর দায়িত্বে শ্রীরামপুর টাউন ক্লাব। দীর্ঘদিনের রীতি মেনে দোলের দিন মায়ের পায়ে আবির দিয়ে শুরু হয় দোল খেলা। বেরোয় শোভাযাত্রা।
ভোগ রান্না থেকে পুজোর উপচার- সবেতেই হাত লাগান স্থানীয় বাসিন্দারা। চারদিন ধরে চলে পুজো। সঙ্গে খাওয়া-দাওয়া। অন্যদিকে, শ্রীরামপুর লক্ষ্মীঘাট সর্বজনীন দুর্গোৎসব সমিতি এদিন তাদের প্রাক শতবর্ষ উদযাপন শুরু করল বসন্ত উত্সবের মধ্য দিয়ে। মাহেশ জগন্নাথ ঘাট থেকে এদিন সকালে বেরোয় বিশাল শোভাযাত্রা। দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা।