ফুচকা খেতে ৫ টাকা চাওয়ায় ছেলেকে 'খুন' করল মত্ত বাবা
কোচবিহার: কোচবিহারে ফুচকার বায়না করায় ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে মার খেতে হল স্ত্রীকেও। মত্ত বাবাকে আটক করেছে পুলিশ। বাবা মানে সব আবদারের এক ফুরন্ত ভাণ্ডার। বাবা কথাটির মাঝেই লুকিয়ে থাকে শ্রদ্ধা, ভালোবাসা, নির্ভরশীলতা, আশ্রয়। আর দু’দিন বাদে ১৮ জুন ফাদার্স ডে। কিন্তু, যে বাবার হাত ধরে বড় হওয়া, সেই বাবাই কি পুত্রহত্না হয়ে উঠতে পারে? তাও সামান্য ফুচকার জন্য? হ্যাঁ এমনটাই হয়েছে। ছোট্ট সঙ্গম ফুচকা খেতে বড্ড ভালবাসত। বৃহস্পতিবার রাতে বাবা বাড়ি ঢুকতেই ফুচকা খাওয়ার জন্য মাত্র ৫ টাকা চেয়ে বায়না শুরু করেছিল । ১২ বছরের ছেলেটার এটাই অপরাধ! অভিযোগ, যার জেরে নিজের বাবার হাতেই শেষ হয়ে গেল ছেলের জীবন। কোচবিহারের দিনহাটার বলরামপুর রোড এলাকায় ছেলে সঙ্গম পাসোয়ানকে খুনের অভিযোগ উঠল বাবা লক্ষণ পাসোয়ানের বিরুদ্ধে! মৃতের পরিবারসূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ঢোকেন লক্ষণ। সেইসময় তাঁর কাছে ফুচকা খাওয়ার জন্য ৫ টাকা চায় ছোট্ট সঙ্গম। বায়না করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা লক্ষণ। অভিযোগ, প্রথমে ক্লাস সেভেনের ছেলেকে চড় মেরে মাটিতে ফেলে দেন বাবা। এরপর গলায় ফাঁস লাগিয়ে তাকে ঝুলিয়ে দেন। ছেলের প্রতি মত্ত বাবার এরকম পাশবিক অত্যাচার দেখে নিজেকে ঠিক রাখতে সঙ্গমের মা। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গিয়ে স্বামীর রোষের মুখে পড়েন তিনিও। মৃতের পিসির অভিযোগ, ফুচকা খাওয়ার টাকা চেয়েছিল বলে মেরেছে। বউকেও মেরেছে। মেরে ছেলেকে ঝুলিয়ে দিয়েছে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত বাবাকে ধরে ফেলেন। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।