Farakka Bank Dacoity : ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতির ৫৫ লক্ষ টাকা উদ্ধার !
প্রায় ৮ কিলোমিটার ধাওয়া করে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় একটি মোটরবাইক ও একটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় বস্তা ভর্তি টাকা।
![Farakka Bank Dacoity : ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতির ৫৫ লক্ষ টাকা উদ্ধার ! Farakka Bank Dacoity 55 lakh rupees recovered, 3 arrested, Police Search Is On At Jharkhand Farakka Bank Dacoity : ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতির ৫৫ লক্ষ টাকা উদ্ধার !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/14/5ce2e540a9cb05e9ef2ce959d70244b8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় বুধবারই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করার সময় কয়েক কিলোমিটার ধাওয়া করে ধরে পুলিশ । বৃহস্পতিবার জানা গিয়েছে, ব্যাঙ্ক ডাকাতির ৫৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ৩ দুষ্কৃতীই ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে সকলেই এখনও ধরা পড়েনি বলেই ধারণা পুলিশের । ডাকাতিতে ৬ থেকে ৭ জন জড়িত বলে দাবি সূত্রের। বাকিদের খোঁজে ৩ দলে ভাগ হয়ে ঝাড়খন্ডে অভিযান চালায় পুলিশ।বুধবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় অবাধে চলল লুঠপাট! অপারেশন সেরে পালানোর সময়, এক দুষ্কৃতী বাইক থেকে পড়ে যায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ফের বাইকে উঠে পালায় ওই দুষ্কৃতী। ততক্ষণে খবর চলে যায় ফরাক্কা থানায়। প্রায় ৮ কিলোমিটার ধাওয়া করে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় একটি মোটরবাইক ও একটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় বস্তা ভর্তি টাকা।
পুলিশ সূত্রে খবর, ফরাক্কার ঘোড়াইপাড়া থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ঝাড়খণ্ড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান করে, লুঠের পর ঝাড়খণ্ডে পালানোর ছক দুষ্কৃতীদের। তিনজন ধরা পড়লেও বাকি দুষ্কৃতীরা কোথায়? পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজে তদন্তকারীদের দল গঠন করা হয়। খবর দেওয়া হয় ঝাড়খণ্ড ও মালদা জেলা পুলিশে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)