এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 Update: টেট ইন্টারভিউতে ডাক প্রাপকদের সাহায্যের বার্তা জ্যোতিপ্রিয়র, এটাই দুর্নীতির প্রমাণ, কটাক্ষ বিজেপি-র
West Bengal Election 2021: মাইকে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন ২০১৪ সালের টেট লিখিত পরীক্ষায় যারা সফল হয়েছেন যাদের ইন্টারভিউ চলছে বাগবাজারে তাদের যদি লিস্ট তিনি পান চেষ্টা করে দেখবেন।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: হাবড়ায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠল। গতকাল হাবড়ায় গৃহ শিক্ষকদের সংগঠনে যোগ দেন জ্যোতিপ্রিয়। সেখানেই তিনি টেট-এর ইন্টারভিউতে যে সব পরীক্ষার্থী ডাক পেয়েছেন, তাঁদের সাহায্য করার কথা বলেন। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, টেট-এ যে দুর্নীতি হয়, খাদ্যমন্ত্রীর বক্তব্যই তার প্রমাণ। যদিও তৃণমূল নেতা তথা হাবড়ার পুর প্রশাসক নীলিমেশ দাসের দাবি, মন্ত্রী পরীক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে সাহায্যের কথা বলেছেন।
হাবড়ার গৃহ শিক্ষক সংগঠনের সঙ্গে মিলিত হয়ে বক্তৃতা দেওয়ার সময় আপ্লুত হয়ে ২০১৪ টেট লিখিত পরীক্ষায় সফল দের ইন্টারভিউতে সহায়তা করার কথা বলে ফেলেন মন্ত্রী। লিখিত পরীক্ষায় সাফল্যের পরে বাগবাজারে ইন্টারভিউ চলছে বলে তিনি জানান।
হাবড়ার কয়েকশো গৃহশিক্ষক দের সংগঠনের সঙ্গে হাবড়ার ইন্দ্রানী বিয়ে বাড়িতে খাদ্যমন্ত্রীর বৈঠকে বসেন জ্যোতিপ্রিয়। স্কুল শিক্ষকদের রমরমিয়ে টিউশন করায় তাদের পেশাগত ক্ষতির কথা জানান প্রাইভেট টিউটররা। তাদের সমস্যার কথা খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী। মাইকে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন ২০১৪ সালের টেট লিখিত পরীক্ষায় যারা সফল হয়েছেন যাদের ইন্টারভিউ চলছে বাগবাজারে তাদের যদি লিস্ট তিনি পান চেষ্টা করে দেখবেন।
খাদ্যমন্ত্রী ও হাবড়ার বিধায়ক গৃহশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা টেট পরীক্ষায় পাশ করেছেন বাগবাজারে যাদের ইন্টারভিউ আছে তারা তাদের ইন্টারভিউ পত্রটি হাবড়ার প্রশাসক নিলিমেশ দাসের কাছে জমা করলে তিনি ব্যাপারটি দেখবেন। এবং তাতে তাদের একটু সহায়তা ও হতে পারে। তিনি চেষ্টা করে দেখবেন।
এই কথা বলে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি সরাসরি অভিযোগ করেছে যে টেট পরীক্ষায় টাকা নিয়ে দুর্নীতির যে অভিযোগ ছিল তাতে আজকে কার্যত সিলমোহর দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। বিজেপি নেতা নীল রতন মিত্র অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কিছুতেই এভাবে চাকরির প্রতিশ্রুতি দিতে পারেন না। সামনে নির্বাচন সেই কারণেই তিনি এসব বলে বেড়াচ্ছেন।
এদিকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাফাই তিনি এভাবে বলতে চাননি তিনি সহযোগিতার কথা বলেছেন তিনি কি করে চাকরি দেবেন চাকরি দেবার ক্ষমতা তার নেই। কার্যত এই বিতর্কিত মন্তব্য করার ফলে চাঞ্চল্য দেখা দেয় ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement