শিশুকন্যার ওপর ‘নির্মম অত্যাচার’ পালক মায়ের, গ্রেফতার
দক্ষিণ ২৪ পরগনা: সাড়ে ৩ বছরের শিশুকন্যার ওপর নির্মম অত্যাচারের অভিযোগ। ক্যানিংয়ে গ্রেফতার পালক মা। নিজের ৮ বছরের মেয়েকে নিয়ে থাকতেন মৌসুমী মণ্ডল। কর্মসূত্রে স্বামী থাকেন মুম্বইয়ে। পুলিশ সূত্রে খবর, মাস চারেক আগে মুম্বই থেকে সাড়ে ৩ বছরের এক শিশুকন্যাকে নিয়ে আসেন মৌসুমীর স্বামী। শিশুটিকে দত্তক নেওয়া হয়েছে বলে দাবি করে দম্পতি। প্রতিবেশীদের অভিযোগ, ওই শিশুকন্যাকে দিয়েই বাড়িতে পরিচারিকার কাজ করাতেন মৌসুমী। কাজে ভুল হলে শুরু হত অত্যাচার। বুধবার শিশুকন্যাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ক্যানিং মহিলা থানায় অভিযোগ দায়ের হলে পালক মাকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ। কীভাবে তাকে মুম্বই থেকে আনা হয়, নিয়ম মেনে দত্তক নেওয়া হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগে একই ঘটনা ঘটে সল্টলেকের দত্তাবাদে। ৮ বছরের মেয়ের ওপর নির্মম অত্যাচারের জেরে গ্রেফতার করা হয় বাবা ও সৎ মাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আক্রান্ত শৈশব।