এক্সপ্লোর
বারুইপুরে স্টেশন চত্বরে বাবা-মার সামনেই তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

বারুইপুর:দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরে বাবা-মার সামনেই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। গতকাল রাতে তরুণীর বাবা-মা ট্রেনে চড়ে কলকাতা থেকে ফিরছিলেন। বারুইপুর স্টেশনে তাঁদের নিতে আসেন তরুণী। অভিযোগ, বাবা-মাকে নিয়ে বাড়ি ফেরার সময়, স্টেশন চত্বরেই দুই যুবক তাঁর শ্লীলতাহানি করে। চিত্কার-চেঁচামেচি শুনে এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। শুভ মাহাত নামে ওই যুবককে গ্রেফতার করে বারুইপুর জিআরপি। আরেক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।ধৃত যুবককে এর আগেও মারধরের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















